Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রচলিত রাজনীতিতে গীবতসহ প্রায় পঞ্চাশ ধরনের গুনাহের চর্চা হয়ে থাকে -পীর সাহেব সোনাকান্দা

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সোনাকান্দা সংবাদদাতা : জানা-অজানা অবস্থায় আমরা অহরহ যে গুনাহটি সবচেয়ে বেশি করে থাকি তা হচ্ছে গীবত। এটি এমন একটি গুনাহ যা করার সময় আমাদের মনে হয় না যে, আমরা গুনাহ করছি। ব্যভিচার ও মদপান থেকেও আরো কঠিনতর অপরাধ হল গীবত বা পরনিন্দা করা। পরনিন্দা বিবাদবিদ্বেষ ও দুঃসংবাদ দ্বারা শান্তি বিনষ্ট করে। গত বুধবার দক্ষিণ বনশ্রী ইষ্টার্ন কলেজের পাশের বালুর মাঠে আয়োজিত এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলে বাংলাদেশ তা‘লিমে হিযবুল্লাহ’র আমির ও সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ আলহাজ মাওলানা মাহমুদুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন- গীবতের ভয়াবহতা বুঝাতে রাসূল (সাঃ) বলেছেন, গীবত করা জিনা থেকেও মারাত্মক গুনাহ। সাহাবায়ে কেরামগণ রাসূলে কারীম (সাঃ) কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সাঃ), গীবত কিভাবে ব্যভিচার থেকে গুরুতর অপরাধ হয়? রাসূল (সাঃ) বললেন, ব্যভিচার করার পর মানুষ আল্লাহর নিকট তওবা করলে আল্লাহপাক তা কবুল করেন। কিন্তু গীবতকারী ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি (যার গীবত করা হয়েছে) ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহপাক মাফ করবেন না। যার গীবত করা হয়েছে, সে ব্যক্তি জীবিত থাকলে তার নিকট থেকে মাফ চেয়ে নিতে হয়। যদি সে মারা গিয়ে থাকে কিংবা দূরবর্তী এলাকায় চলে যাওয়ার কারণে ক্ষমা চাওয়া সম্ভব না হয় তবে আল্লাহপাকের নিকট তার গুনাহ মাফের জন্য দোয়া করতে হয়। প্রচলিত রাজনীতিতে গীবতসহ প্রায় পঞ্চাশ ধরনের গুনাহে কবিরার চর্চা হয়ে থাকে এজন্য আমাদের আকাবীরগণ এই রাজনীতি পছন্দ করতেন না এবং তারা তা বৈধও মনে করতেন না। ঈমানের অন্যতম প্রধান শাখা হল- কালিমা তাইয়্যেবাহ আর সর্বনিম্ন শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে রাস্তা পরিষ্কার ও উন্মুক্ত রাখা। সভাশেষে অধ্যক্ষ মোঃ মাহমুদুর রহমান (পীর সাহেব সোনাকান্দা দরবার শরীফ) দেশে ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ তা‘লিমে হিযবুল্লাহ’র অর্থ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, মুফতী সামছুল হুদা মাছুম, মুফতী মুহাম্মদ হারুনুর রশিদ ও মাওলানা উবায়দুল হক ছালেহী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রচলিত

৮ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ