Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে তদন্তের নতুন সিদ্ধান্ত প্রচলিত নিয়মের লঙ্ঘন : ওবামা

এফবিআইর সমালোচনা করলেও তদন্তে নাক গলাবেন না

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হিলারির ইমেইল পুনঃতদন্তে করার এফবিআইর সিদ্ধান্তের কঠোর সমালোচনা করলেও এই তদন্তের ব্যাপারে কোনওভাবেই নাক গলাবেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অনলাইন সংবাদমাধ্যম নাউ দিজ নিউজকে দেয়া সাক্ষাৎকারে ওবামা এই অঙ্গীকার করেছেন। তবে দুইদিন আগেই এফবিআই পরিচালক জেমস কোমির সুরক্ষা নিশ্চিতের চেষ্টা করলেও এবার তিনি বলেছেন, অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে এফবিআই প্রধান বিষয়টি নিয়ে নতুন করে তদন্তের যে সিদ্ধান্ত নিয়েছেন, তা প্রচলিত নিয়মের লঙ্ঘন। এর আগে একই সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারেও ওবামা মুখপাত্রের মাধ্যমে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট মনে করেন না যে নির্বাচন প্রভাবিত করতে এফবিআই এমনটা করেছেন। তবে সেদিনই তিনি বলেছিলেন, এফবিআই কেন নির্বাচনের কয়েকদিন আগে হিলারির ইমেইল পুনঃতদন্তের সিদ্ধান্ত নিলো, তার জবাব তীব্র সমালোচনার মুখে পড়া এফবিআই পরিচালক জেমস কোমিকেই দিতে হবে। হিলারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০০৯-২০১৩ সাল পর্যন্ত ব্যক্তিগত সার্ভার থেকে ইমেইল আদান-প্রদান করেছিলেন, যাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক বিষয়েরও উল্লেখ ছিল। অনিরাপদ চ্যানেলের মাধ্যমে অতি গোপনীয় ইমেইল ফাঁস হওয়াকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে মার্কিন সরকার। ইমেইল আদান-প্রদানের ওই ঘটনায় আইন ভঙ্গ হয়েছে কিনা সে ব্যাপারে তদন্ত শুরু করে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। গত ২৯ জানুয়ারিতে সংস্থাটির অনুরোধে হিলারির ২২টিরও বেশি ইমেইলকে অতি গোপনীয় বলে ঘোষণা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। আর চলতি বছরের জুলাইয়ে এফবিআই পরিচালক কোমি জানিয়েছিলেন, ২০০৯-১৩ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারি ক্লিনটন অসতর্কভাবে বেশ কিছু গোপন তথ্য আদান প্রদান করেন। যা অপরাধমূলক কাজ। তবে অনিচ্ছাকৃত ভুলের জন্য তার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি এফবিআই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইর প্রধান জেমস কোমি হিলারির ব্যক্তিগত সার্ভারে বেশকিছু স্পর্শকাতর তথ্য পাওয়ার দাবি করে ইমেইলগুলো নিয়ে পুনঃতদন্তের সিদ্ধান্ত জানান। গত বুধবারের সাক্ষাৎকারে ওবামা বলেন, এফবিআইর এই তদন্তে তিনি কোনোভাবে নাক গলাতে চান না। নাক গলাচ্ছেন এমন কোনও ইঙ্গিতও দিতে চান না। তবে এই তদন্ত নতুন করে শুরু হওয়ায় তিনি সন্তুষ্ট নন। কারণ, এ বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে তদন্ত করা হয়েছে। ওই তদন্তের ভিত্তিতে এফবিআই ও বিচার বিভাগ একটি সিদ্ধান্তে উপনীত হয়েছিল। আর সেটা হচ্ছে, হিলারি ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে ভুল করেছেন। কিন্তু এর মাধ্যমে তিনি কোনও অপরাধমূলক কাজ তিনি করেননি। কংগ্রেসও এ বিষয়ে তদন্ত করে একই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। এফবিআইর অতীত অবস্থানের সঙ্গে সুর মিলিয়ে ব্যক্তিগত সার্ভারে অফিসিয়াল ই-মেইল ব্যবহারকে হিলারির অনিচ্ছাকৃত ভুল বলেও মন্তব্য করেন ওবামা। তিনি বলেন, এখন এটা নিয়ে অনেক কথা হচ্ছে। তবে হিলারির ওপর আমার নিরঙ্কুশ আস্থা রয়েছে। তবে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ফক্স ফ্রাইডে অনুষ্ঠানে এফবিআই পরিচালক জেমস কোমি জানিয়েছিলেন, তদন্তকারীরা হিলারির মেইলগুলোতে কোনও বিশেষ তথ্য আছে বা কোনও বিশেষ বার্তা বহন করে কিনা, তারা তা খতিয়ে দেখছেন। এফবিআই ইতোমধ্যে ডেমোক্রাট প্রার্থীর ব্যক্তিগত ইমেইল সার্ভারে বেশ কিছু স্পর্শকাতর তথ্য পেয়েছে। তিনি আরও বলেন, হিলারির ঘনিষ্ঠ হুমা আবেদিন ও ওয়েনারের কাছ থেকে এফবিআই একটি ডিভাইস আটক করেছে। নাউ দিজ নিউজ, ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে তদন্তের নতুন সিদ্ধান্ত প্রচলিত নিয়মের লঙ্ঘন : ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ