Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিতর্ক চর্চা তরুণদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

জাতীয় বির্তক প্রতিযোগিতার লোগো উন্মোচন অনুষ্ঠানে বক্তারা

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গণতন্ত্র বিকাশে অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। সেক্ষেত্রে বিতর্ক চর্চা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা তরুণদের নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখে। তাদের ভবিষ্যৎ জীবনে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। যুক্তিবিহীন সমাজ বা রাষ্ট্রব্যবস্থা আমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে। এক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে কাজ করে বিতর্ক চর্চা। বিতর্ক চর্চা পরমতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। উন্নয়নের সঠিক পথে অগ্রগামী হতে সহায়তা করে। তাই রাজনীতি, সমাজনীতি কিংবা পরিবেশের উন্নয়নে বিতর্ক চর্চার অবদান অনস্বীকার্য। গত মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বছরব্যাপী আয়োজিতব্য ইউসিবি পাবলিক পার্লামেন্ট-২০১৭ এর লোগো উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আম্বার গ্রুপের পরিচালক ব্যারিস্টার সুমাইয়া আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওয়াজীশ আলী খান, এটিএন বাংলার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও ন্যাশনাল ডিবেট ফেডারেশনের মহাসচিব মোস্তাফিজুর রহমান খান। ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে এবছরের প্রতিযোগিতায় বাছাইয়ের মাধ্যমে ৩২টি বিশ^বিদ্যালয় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। ড. মাহফুজুর রহমান বলেন, এ অনুষ্ঠান আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে আগামীর নেতৃত্ব বিকাশে সহায়তা করা। তরুণ প্রজন্ম যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে তারা যেন বিশ্ব পরিম-লে বাংলাদেশকে সমুন্নত রাখতে পারে সে লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতার মতো সৃজনশীল শিল্পকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিতর্ক আয়োজনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের বিতার্কিকরা এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের শাণিত মেধা ও নেতৃত্বের স্বাক্ষর রাখবে। তিনি ইউসিবি পাবলিক পার্লামেন্ট-২০১৭ এর আয়োজনের সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রতিযোগিতাটি কোন রাজনীতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। এই প্রতিযোগিতায় গণতন্ত্রের ভবিষ্যৎ, ভোটের অধিকার, ন্যায্যতা ও ন্যায় বিচার, জঙ্গিবাদ, সুশাসন, সরকারের উন্নয়নমূলক কর্মকা-সহ সমাজের বিভিন্ন স্তরে রাষ্ট্রের দায়বদ্ধতা নিয়ে সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয় স্থান পাবে। বছরব্যাপী অনুষ্ঠিতব্য এ মক পার্লামেন্টের বিভিন্ন সেশনে সিনিয়র রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি, গবেষক-শিক্ষাবিদ, তরুণ নেতৃত্ব ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অতিথি হিসেবে বিতার্কিকদের বক্তব্যের আলোকে তাদের মতামত প্রদান করবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ জীবন গঠনে দিক-নির্দেশনা দেবেন। আম্বার গ্রুপের পরিচালক ব্যারিস্টার সুমাইয়া আজিজ বলেন, তরুণরা বিতর্কের মধ্য দিয়ে নতুন কিছু শিখবে, যৌক্তিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে এবং তাদের চাকরি তথা কর্মজীবনেও সাফল্য বয়ে আনবে। আজকে যেসব তরুণরা বিপথগামী, তারা এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে সঠিক কর্মকা-ে নিজেকে সম্পৃক্ত করতে সিদ্ধান্ত নিতে পারবে। উল্লেখ্য, আগামী ১১ ফেব্রুয়ারি শনিবার সকালে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান এফডিসিতে বছরব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে উদ্বোধনী প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে জগন্নাথ ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে সাউথইস্ট ইউনিভার্সিটি অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকারীসহ বিজয়ীদের নগদ অর্থ, ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তরুণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ