Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপভোগ্য লড়াইয়ের পূর্বাভাস

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শামীম চৌধুরী, হায়দারাবাদ (ভারত) থেকে : সুপ্রিম কোর্টের আদেশে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) স্বাভাবিক সব কর্মকান্ডেই লেগেছে ধাক্কা। সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের দেয়া নিয়োগ একটার পর একটা বাতিল করছে অন্তবর্তীকালীন বোর্ড। টিম ইন্ডিয়ার মিডিয়া ম্যানেজার নিশান্ত অরোরার এই সময়ে থাকার কথা কোহলীদের সঙ্গে, অথচ হারিয়েছে চাকরি। আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে সমন্বয়ের অভাব সব কিছুতেই। বাংলাদেশ থেকে টেস্ট কভার করতে হায়দারাবাদে আসা মিডিয়া গতকাল রাত পর্যন্ত বুঝে পাননি অ্যাক্রিডিটেশন কার্ড! হায়দারাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২৫ মিনিট অপেক্ষার কথায় আশ্বস্ত হয়েও শেষ পর্যন্ত নিরাশ হতে হয়েছে বাংলাদেশ মিডিয়াকে! রাজিব গান্ধী স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের সংখ্যা খুবই কম, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর ১৩ বছরে মাত্র তিন টেস্ট, পাঁচ ওয়ানডে আয়োজন করেছে ভেন্যুটি। সে কারণেই ভেন্যুর হর্তাকর্তাদের তদারকি সাদামাটা। তবে এর মধ্যেও ম্যাচের টিভি ব্রডকাস্টার স্টার ইন্ডিয়া যথেষ্ট ব্যস্ত। দূর থেকে পিচটি দেখাচ্ছে সবুজ,অনেকটা ওয়েলিংটনের মতো। তবে এই পিচটির চেহারা ২৪ ঘণ্টার মধ্যে যেতে পারে বদলে, এমন আভাসটাই দিয়েছেন স্টার ইন্ডিয়ার এক ক্যামেরাপারসন।
এই পিচ নিয়েই একটু বেশি কৌত‚হলী মনে হয়েছে ভারত কোচ অনিল কুম্বলেকে। মাঠের এক কোনায় শিষ্যদের পায়ে বল তুলে দিয়ে তিনবার ছুটে গেছেন, বলেছেন কথা কিউরেটরের সঙ্গে। স্পিনে বাংলাদেশ ভালো, নিজেরা করতে পারেন ভালো স্পিন, খেলতেও পারেন স্বাচ্ছন্দে। গত বচল ১২ টেস্টে অশ্বিন শিকার করেছেন ৭২ উইকেট, রবীন্দ্র জাদেজা সেখানে ৯ টেস্টে ৪৩টি উইকেট পকেটে পুরেছেন। এমন স্পিন কম্বিনেশন মজুদ যার, তাকেও কিনা ভাবতে হচ্ছে সাকিব-মিরাজ-তাইজুল ত্রয়ীর কথা। সে কারণেই স্পিন ফ্রেন্ডলি উইকেট, না স্পোর্টিং উইকেট নেয়া হবে বেছে ধাধায় রেখেছেন সেই কৌশল কুম্বলে। যদিও কুম্বলে এ নিয়ে ভাবতে রাজি নন, পেস বোলারদের উপরও রাখতে চান ভরসা ‘পিচ কেমন, তা কোনো ব্যাপার নয়। আমরা এমন একটা কম্বিনেশন ঠিক করতে চাই, যে দলকে নিয়ে বিশ্বাস রাখতে হবে যে, ম্যাচে আমরা জিততে যাচ্ছি। পেস বোলারই হোক, কিংবা স্পিনার ২০ উইকেট নেয়ার মতো ক্ষমতা আমাদের আছে। ইংল্যান্ডের বিপক্ষে আমাদের স্পিনাররা কর্তৃত্ব করেছে, তাই বলে ফাস্ট বোলারদের অবদানকে খাটো করে দেখা যাবে না। যে কম্বিনেশনই পাই না কেন, তা নিয়ে জয় পাওয়া সম্ভর।’
র‌্যাংকিংয়ে ওয়ান ভার্সেস নাইন। তারপরও হায়দারাবাদ টেস্ট উপভোগ্য লড়াইয়ের আভাস দিচ্ছে বলে মনে করছেন কুম্বলে ‘বাংলাদেশ দলে বেশ ক’জন কোয়ালিটি ক্রিকেটার আছে, আছে উঁচুমানের অল রাউন্ডার। তাই লড়াইটা খুব জমবে। প্রতিপক্ষের দিকে না তাকিয়ে বরং আমরা নিজেদের পারফরমেন্সের দিকেই তাকানো উচিৎ।’
ইংল্যান্ডকে ঢাকা টেস্টে হারিয়ে দেয়ায় এমনিতেই বাংলাদেশ পাচ্ছে ভারতের শ্রদ্ধা। তবে নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের পারফরমেন্সকে সমীহ করছেন অনিল কুম্বলে ‘বাংলাদেশ দল নিউজিল্যান্ডে প্রকৃত অর্থেই ভালো করেছে। সম্প্রতি আমরা যা করেছি, তা অব্যাহত রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য। বাংলাদেশের বিপক্ষে বাড়তি কোনো কিছু করার দরকার নেই। আমরা এক নম্বরে আছি বলেই টেবিলের অন্য দলগুলোকেও সেভাবে দেখতে হচ্ছে। বাংলাদেশ খুবই ইমপ্রুভড দল। নিউজিল্যান্ড সফর থেকে তারা অনেক কিছুই নিয়ে এসেছে। নিউজিল্যান্ড সফরের ফলটা ভিন্ন হয়েছে, তবে নিউজিল্যান্ডে যেয়ে যেমন পারফরম্যান্স করেছে তারা, তাতে প্রতিপক্ষ হিসেবে তাদেরকে শ্রদ্ধার চোখে দেখতে হচ্ছে।’
ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ তে টেস্ট জিতে আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে নাম্বার ওয়ান মুকুট ফিরে পেয়েছে ভারত। এই ধারাবাহিকতা অক্ষুণœ রাখাটাই কুম্বলের জন্য বড় চ্যালেঞ্জ ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা যা করেছি, সেই ধারাবাহিকতার দিকেই তাকিয়ে আছি। মৌসুমটি আমাদের ভালোই কাটছে। সামনে আমাদের বেশ কিছু টেস্ট ম্যাচ আছে, তার জন্য এখান থেকে আত্মবিশ্বাস নিয়ে ছন্দটা ধরে রাখতে চাই।’
বাংলাদেশের বিপক্ষে টেস্টকে সামনে রেখে হায়দারাবাদে জড়ো হওয়া ভারত ক্রিকেটাররা যেখানে গতকাল করেছে সিরিয়াস অনুশীলন, সেখানে ক্রিকেটের বাইরে কাটিয়েছে বাংলাদেশ দল। তবে হায়দারাবাদ টেস্টে বাংলাদেশ দলকে যে বোলিংয়ে কঠিন প্রতিক‚ল পরিস্থিতিতে পড়তে হবে, ভারত ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের অনুশীলন ম্যাচে সেটাই হাড়ে হাড়ে অনুভব করছেন মিরাজ ‘প্রস্তুতি ম্যাচটা থেকে আমরা কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে পেরেছি। বুঝতে পেরেছি কেমন খেলতে পারে ওরা। ওরা সবসময় বোলারদের ওপর দাপট দেখিয়ে খেলবে। আমরা সেটা ভালোই বুঝতে পেরেছি। আমাদের সেভাবেই মাঠে নামতে হবে। লক্ষ্য থাকবে কিভাবে রান আটকানো যায়।’ বিশ্বের এই মুহূর্তের সেরা অফ স্পিনার অশ্বিনের সঙ্গে দেখা হয়নি এখনো, তার সঙ্গে কথা বলতে উদগ্রীব মিরাজ, গতকাল তা আরো একবার বলেছেন ‘এখন কথা বলতে চাইলেও পারব না, বাধা আছে। তবে খেলার পরে হয়তো দেখা করব, কথা বলব। আর খেলার মধ্যে তো অবশ্যই ও আমার খেলা দেখবে, আমি ওর। তারপরও চেষ্টা করব, খেলা শেষে কথা বলার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পূর্বাভাস

১৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ