Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক ফুটবলার বাবু আর নেই

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সাবেক জাতীয় ফুটবলার আক্তারুজ্জামান খান বাবু গতকাল ভোরে ভারতের ভেলোর খ্রিষ্টান মিশনারি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, হাইপারটেনশনসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আক্তারুজ্জামান বাবু ১৯৮২-৮৩ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন এবং সুনামের সাথে ঢাকা আবাহনী লিঃ, ব্রাদার্স ইউনিয়ন, ওয়ারী ক্লাব, সূর্যতরুণসহ বিভিন্ন ক্লাবে খেলেছেন। তার মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মো: সালাহ্উদ্দিনসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠন গভীর শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাবেক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ