Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় জয়ে শুরু বাংলাদেশের

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা ভালোই হল বাংলাদেশের। শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত ‘বি’ গ্রুপে নিজেদের নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১১৮ রানের বড় ব্যবধানের জয় পায় রুমানা আহমেদের দল। এর আগে ওয়ানডেতে এত বড় জয় নেই বাংলােেশর নারীদের। তবে পাপুয়া নিউগিনি ওয়ানডে স্ট্যাটাসভুক্ক দল নয় বলে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ডটা হল না।
কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৫ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দুটি পঞ্চাশোর্ধো ইনিংস আসে শারমিন আখতার (৫৬) ও ফারজানা হকের (৫১) ব্যাট থেকে। এছাড়া সানজিদা ইসলাম (২৮), সালমা খাতুন (৩২) ও শায়লা শারমিনিরে (২০) ছোট কিন্তু কার্যকরী ইনিংসগুলো দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেয়। দুটি করে উইকেট নেন রাভিনা ওয়া, মাইরি টম ও সিবোনা জিমি।
জবাবে শুরুতেই জাহানারা-পান্নাদের তোপের মুখে পড়ে পাপুয়া নিউগিনি। পর পর প্রথম দুই ওভারেই দুই ওপেনারকে ফেরান পান্না ও জাহানারা। সেই ধারা অব্যহত রেখে মাত্র ৩২.১ ওভারে ৯৭ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দেন রুমানা বাহিনী। ৯৭ রানে দাঁড়িয়েই শেষ তিন উইকেট হারায় পাপুয়া। দুই অঙ্কে পৌঁছান মাত্র তিন ব্যাটসম্যান। সমান দুটি করে উইকেট ভাগ করে নেন জাহানারা, পান্না, সালমা ও রুমানা, বাকিটা খাজিদা তুল কুবরার।
গ্রæপের অপর ম্যাচে পাকিস্তানকে ৬৩ রানে হারায় দক্ষিণ আফ্রিকার নারীরা। বাংলাদেশের প্রতিপক্ষ আজ পাকিস্তান। আসরে টিকে থাকতে রুমানাদের মরণ কামড়ই দিতে চাইবে পাক নারীরা।
জয় দিয়ে আসর শুরু করেছে আসরের অন্যতম শক্তিশালী দল ভারত এবং আয়ারল্যান্ড। স্বাগতিক লঙ্কান নারীদের ১১৪ রানের বড় ব্যবধানে হারায় ভারত নারী দল। ‘এ’ গ্রæপের অপর ম্যাচে জিম্বাবুয়ের মেয়েদের ১১৯ রানে হারায় আইরিশ নারীরা।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী ক্রিকেট দল: ৫০ ওভারে ২১৫/৬ (শারমিন সুলতানা ০, শারমিন আক্তার ৫৬, সানজিদা ২৮, ফারজানা ৫১, রুমানা ০, নিগার ১৪, সালমা ৩২*, শায়লা ২০*; র‌্যাভিনা ২/২৩, টম ২/৩৫, জিমি ২/৩২, নর্মা ০/২৮, ভেরু ০/২১, কোনিও ০/১৯, কাইয়া ০/৩৭, ফিলিপ ০/১১)।
পাপুয়া নিউ গিনি নারী ক্রিকেট দল: ৩২.১ ওভারে ৯৭ (নর্মা ০, ব্রেন্ডা ১, ট্যানিয়া ২০, সাইয়াকা ৩২, কোনিও ২৯, ফ্র্যাঙ্ক ৩, জিমি ০, কাইয়া ২, ফিলিপ ২, র‌্যাভিনা ০, টম ০*; জাহানারা ২/২৭, পান্না ২/২০, সালমা ২/১৪, রুমানা ২/১৩, খাদিজা ১/১৭)।
ফল: বাংলাদেশ নারী ক্রিকেট দল ১১৮ রানে জয়ী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ