Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাগলা কুকুরের কামড়ে আহত ১১

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : নেছারাবাদে একই দিনে পৃথক পৃথক সময়ে পাগলা কুকুরের কামড়ে এক শিশু, ৬ নারীসহ চার পরুষ আহত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তানবীর আহম্মেদ সিকদার বলেন, কুকুরের কামড়ে আহত এগারজনই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের হাসপাতালে কুকুর কামড়ানো প্রতিষেধক ভ্যাকসিন সরবারহ নেই। পিরোজপুর সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন সরবারহ করা হয় বলে সবাইকে জানানো হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাঃ রতন বিশ্বাস জানান, কুকুরের কামড়ে আহত ব্যাক্তিরা উপজেলার আউরিয়া, জগন্নাথকাঠি, কামারকাঠি, মাহমুদকাঠিসহ বিভিন্ন গ্রামের। আহতরা হল মো. জাহিদ হাসান (৫), বকুল মন্ডল (৪৫), বিনা রায় (২০), ফাতেমা (২৫), কহিনূও (৩৫), নাসরিন (৩০), নাসিমূর (৫০)। এছাড়া আহত পুরুষরা হলো গোবিন্দ হালদার (৪০), জয়নাল (৭৩), আঃ গাফফার(৭২), আলী হোসেন (৫৫)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাগলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ