প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রযোজক একতা কাপুর তার তত্ত্বাবাধানে নির্মিত চলচ্চিত্র ‘পাগলাইত’ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। তার সহ-প্রযোজনায় উমেশ বিশ্ট পরিচালিত কমেডি ধারার ফিল্মটিতে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, গুনিত মোঙ্গা, শ্রুতি শর্মা, সায়নী গুপ্ত, আশুতোষ রানা, রঘুবীর যাদব এবং রাজেশ তাইলাং। একতা কাপুর ছবির সঙ্গে টুইট করেছেন : “’পাগলাইত দেখলাম! দারুণ কাজ হয়েছে, গুনিত মোঙ্গা, উমেশ বিশ্ট, সানিয়া মালহোত্রা, রুচিকা কাপুর, বালাজি মোশন পিকচার্স, শিবা চাদ্দা আর সায়নী গুপ্ত এবং পুরো টিম ভাল কাজ করেছে।” এটি ওটিটি প্ল্যাটফর্মে সানিয়া মালহোত্রার তৃতীয় চলচ্চিত্র। এর আগে ওয়েব মাধ্যমে তার ‘লুডো’ এবং ‘শকুন্তলা দেবী’ মুক্তি পেয়েছে। ফিল্মটি ২৬ মার্চ মুক্তি পাবে। ২০১৯-এর নভেম্বরে ফিল্মটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় দুই মাসে কাজ শেষ হয়। শহরতলীর এক তরুণীর কাহিনী ‘পাগলাইত’ যে তার লক্ষ্য, ভালবাসা এ নিজের অবস্থান আবিষ্কারের জন্য ঘর থেকে বেরিয়ে পড়ে। উমেশ বিশটের পরিচালনায় একতা কাপুরের বালাজি টেলিফিল্মস এবং গুনিত মোঙ্গার শিক্ষা এন্টারটেইনমেন্ট যৌথভাবে ডিজিটাল চলচ্চিত্রটি প্রযোজনা করেছে। নিটফ্লিক্সে চলচ্চিত্রটি স্ট্রিমিং হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।