Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাঁথিয়ায় ৭ম শ্রেণির ছাত্র হত্যাকান্ডে মহিলাসহ ৪ জন গ্রেফতার

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার সাঁথিয়া উপজেলায় ৭ম শ্রেণির ছাত্র অভি হত্যার সাথে জড়িত সন্দেহে মহিলাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, সাঁথিয়া উপজেলার শোলাবাড়িয়া গ্রামের মৃত আকবর হোসেনের পুত্র জয়নাল (৫০), মৃত টালক প্রামানিকের পুত্র রহমান ওরফে ঠান্ডা ও মৃত আ: গণির পুত্র সামছুল, জালাল সেখের স্ত্রী বাছিয়া। ঘটনার পরপরই পুলিশ একই গ্রামের জালাল শেখের স্ত্রী বাছিয়াকে গ্রেফতার করে। পরে অপর ৩ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশের তদন্তকারী কর্মকর্তা এস আই সাহাজ উদ্দীন জানিয়েছেন, পাবনার সাঁথিয়া উপজেলার শোলাবাড়িয়া গ্রামের ইমরান হোসেন বাবু’র পুত্র ও আতাইকুলা হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র অভি (১৩) লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তার পিতা তাকে মাঝে মধ্যেই বকা-ঝকা করতেন। অভিমানে অভি গত ২ ফেব্রয়ারি রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় অভির দাদী তাকে জিজ্ঞাসা করেন, তুই রাতের বেলা কোথায় যাচ্ছিস? অভি এই আসছি বলেই নিকটবর্তী গাঙ্গুরহাটী গ্রামে তার ফুফুর বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে ২/৩ জন লোকের আসার শব্দ শুনে ভয়ে একই মহল্লার জয়নাল নামে এক ব্যক্তির পরিত্যক্ত জায়গায় লুকিয়ে পড়ে। এই বিষয়টি প্রেফতারকৃতরা টের পায়। তারা অভির মাথায় আঘাত করে। ওই আঘাতেই অভি রক্তক্ষরণে মারা যায়। পুলিশের প্রশ্ন চোর সন্দেহে আঘাত করার আগে তারা তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলেই জানতে পারতো সে চোর নয়। শোলাবাড়িয়া গ্রামের ইমরান হোসেন বাবু’র স্কুল পড়–য়া পুত্র। গ্রেফতারকৃতদের মধ্যে জয়নাল চোর সন্দেহে অভিকে আঘাত করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাঁথিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ