রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাঁথিয়া (পাবনা) উপজেলা সংবাদদাতা
পাবনার সাঁথিয়ায় আল আমিন হোসেন (৩৫) নামের চরমপন্থি দলের আঞ্চলিক নেতাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভিন্নগ্রামের ফজলালের ছেলে। গতকাল রোববার সকালে ভিন্নগ্রামের নদীর ডাইক হতে তার লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাতের কোনো এক সময় ভিন্নগ্রামের ইছামতি নদীর ডাইকে আলামিনকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে স্থানীয় কৃষকরা মাঠে যেতে লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সে স্থানীয় চরমপন্থি দলের আঞ্চলিক নেতা এবং তার বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।