Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাঁথিয়ায় উৎকোচ নিয়ে আনসার ভিডিপি নিয়োগের অভিযোগ

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

সাঁথিয়া (পাবনা) উপজেলা সংবাদদাতা

পাবনার সাঁথিয়ায় উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনসার ভিডিপি নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা সামসুন্নাহার ও আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষক মনিরুল ইসলাম যোগসাজশে এ দুর্নীতির মহোৎসব করেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ভুক্তভোগী আনসার ভিডিপি সদস্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। ভুক্তভোগীদের অভিযোগ, সাঁথিয়া উপজেলার ৯টি ইউনিয়নের ৯৩টি ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য ১৫৮১ জন আনসার ভিডিপি সদস্যকে অস্থায়ী নিয়োগ দেয়া হয়। আর এক্ষেত্রে জনপ্রতি ৫শ’ টাকা করে উৎকোচ নিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান, গত ২৮মে সাঁথিয়া উপজেলা ইউপি নির্বাচনের আগে আনসার ভিডিপি সদস্যদের বাছাই পর্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েক হাজার সদস্যদের অপেক্ষায় রেখে বাছাই ছাড়াই বিদায় দেয়। পরে জানতে পারি উপজেলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা সামসুন্নাহার ও আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষক মনিরুল ইসলাম যোগসাজশে জন প্রতি ৫শ’ টাকা করে ঘুষ নিয়ে আগে থেকেই নিয়োগ দিয়ে রেখেছে। সূত্রমতে, সাঁথিয়ায় ২৮ মে ইউপি নির্বাচনে আনসার ভিডিপির ১৫৮১ জনের কাছ থেকে ৫শ’ টাকা করে ৭ লক্ষ ৯০ হাজার টাকা নিয়োগ বাণিজ্য করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘুষ লেনদেনের বিষয়ে উপজোলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা সামসুন্নাহার বলেন, আমি কোন টাকা নেই নাই। আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষক মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। অফিস সূত্রে জানা যায়, উপজেলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা সামসুন্নাহার সাঁথিয়া অফিসে প্রায় ১৫ বছর ধরে নিজ এলাকায় চাকরিরত থাকার কারণে দুর্নীতির মহোৎসব করছে বলে ব্যাপক অভিযোগ উঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাঁথিয়ায় উৎকোচ নিয়ে আনসার ভিডিপি নিয়োগের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ