Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাঁথিয়ায় এ্যপ্রোচ রোড ও দুই কিলোমিটার সড়ক পাকা না করায় জনদুভোর্গ

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ৫:৩৪ পিএম

ব্রিজ আছে তবে এ্যপ্রোচ রোড ও দুই কিলোমিটার সড়ক পাকা না করায় জনদুর্ভোগ চলছে পাবনার সাঁথিয়া উপজেলায়। বৃষ্টির দিনে এই দুর্ভোগ আরও ভয়াবহ আকার নেয়। সাঁথিয়া উপজেলার সোনাতলা থেকে পাটগাড়ি পর্যন্ত দুই কিলোমিটার সড়ক এবং ব্রিজের দুই পাড়ে এ্যাপ্রোচ রোড দীর্ঘ দিনেও করা হয়নি। খালের উপর দাঁড়িয়ে আছে ব্রিজটি। কাঁচা রাস্তা দিয়ে নানা পণ্য নিয়ে যানবাহন, ঠেলাগাড়ি, গরুগাড়ি ও পায়ে হেঁটে সোনাতলা, ভিটাবাড়ি, সরিষা, সেলন্দা, পাটগাড়ি, নাগডেমরাসহ ৩০টি গ্রামের লোকজন চলাচল করছেন। এই পথে তাদের সাঁথিয়া সদরেও আসতে হয়। জানা গেছে, রাস্তার বেশীর ভাগ অংশ পড়েছে ভেদাপাড়া নামক বিলের মধ্যে। দুই কিলোমিটার পাকা সড়ক এবং ব্রিজ সংলগ্ন এ্যাপ্রোচ ও করার দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। কাবিখা, কাবিটা কত প্রকল্প এই এলাকায় হয়। কিন্তু সোনাতলা-পাটগাড়ি রাস্তা আর হয় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাঁথিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ