Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোদায় গ্রামীণ ভেষজ চিকিৎসক সমাবেশ

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা উপজেলার মীরপাড়ায় আয়ুর্বেদ হাসপাতালে গ্রামীণ ভেষজ চিকিৎসক সমাবেশ গত রোববার দুপুরে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আয়ুর্বেদ কবিরাজরা এই সমাবেশে যোগ দেন এবং বক্তব্য রাখেন। বোদা আয়ুর্বেদ হাসপাতালের সভাপতি করিরাজ মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভেষজ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকলেছার রহমান জিল্লুর, চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, প্রফেসার সামসুদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মমতাজ বেগম, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আলম চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন কবিরাজ পীর সাহেব কেবলা মোঃ মকছেদুল রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়ুর্বেদ হাসপাতালের সহ-সভাপতি কবিরাজ মোঃ সুলতান আলী, সাধারণ সম্পাদক হকিকুল ইসলাম প্রমুখ। এসময় দূর-দূরান্ত থেকে কবিরাজসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ