বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা : জমি-জমা ও ভিটে-বাড়ী নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শামীম (৩২), তার পিতা মো. আব্দুল বারেক (৫৫) ও তার স্ত্রী লিপি বেগম (২৪) আহত হয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২ ফেব্রুয়ারি বিকালে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট চরপাড়া গ্রামে। এ ব্যাপারে আহত শামীম গত ৪ ফেব্রæয়ারি দুপুরে নেত্রকোনা মডেল থানায় সোলেমানসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে প্রকাশ, লাইট চরপাড়া গ্রামের মো. আব্দুল বারেেেকর পুত্র শামীমের সাথে তারই চাচা মৃত জহুর উদ্দিনের পুত্র মো. সোলেমানের জমি জমা ও ভিটে বাড়ীর জায়গা নিয়ে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে গত ২রা ফেব্রæয়ারি বিকালে আব্দুল বারেকের সাথে সোলেমানের কথা কাটাকাটি শুরু হলে সোলেমান, তার ভাই আছর আলী, মঞ্জু মিয়া ও বানেছা বেগম বারেককে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারপিট করে গুরুতর জখম করে। এ সময় শ্বশুরের ডাক-চিৎকার শুনে পুত্রবধু লিপি বেগম ১১ মাসের শিশুকে কোলে নিয়ে বাঁচাতে এগিয়ে আসলে তারা তাকেও মারধর করে। ঘটনার খবর পেয়ে পুত্র শামীম গত ৪ ফেব্রæয়ারি সকালে ঢাকা থেকে বাড়ীতে এলে আসামিরা তাকেও মারধর করে কাতরা দিয়ে ঘাই মেরে বাম চোখের নীচে রক্তাক্ত জখম করে। বর্তমানে শামীম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে শামীম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।