বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে ২৫ লক্ষ ৮ হাজার ৫ শত টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের বারমারী বিওপি’র নায়েক মোঃ আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল বৃহস্পতিবার বেলা ২টা ৫০ মিনিটের দিকে লক্ষীপুর সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি মালামাল নিয়ে চোরাকারবারীরা ভারতের সীমান্ত এলাকা পেরিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে। এ সময় বিজিবি জোয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌঁড়ে সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি জোয়ানরা ঘটনাস্থল থেকে চোরাচালানকৃত ৭৮ পিস বেনারসী শাড়ী ও ৫৮৯ পিস জর্জেট প্রিন্ট শাড়ী আটক করে।
আটককৃত শাড়ীর সিজার মূল্য ২৫ লক্ষ ৮ হাজার ৫ শত টাকা। আটককৃত এ সকল মালামাল শুক্রবার সকালে নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।