নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড থেকে বাউন্সি উইকেটে নাকানিচুবানি খেয়ে ভারত সফরের শুরুতে আবারো একই সমস্যার মুখোমুখি হলো বাংলাদেশ। ভারতীয় ‘এ’ দলের গতিময় পেসে রিতিমতো আসহায় দেখাল ইমরুল-তামীম-মাহমুুদউল্লাহদের। তবে স্বস্তির বিষয় হল কিছুটা রানের দেখা মিলেছে সৌম্য সরকারের ব্যাটে, ফিফটি করেছেন চোট কাটিয়ে ওঠা অধিনায়ক মুশফিকুর রহিমও।
তবে দুই দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে স্বাগতিকরাই। ৬৭ ওভারে আট উইকেটে ২২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ২১ ওভারে শফিউল-তাসকিন-সুবাশিষদের অর্জন মাত্র এক উইকেট, তা থেকে ভারত ‘এ’ দল তুলে নিয়েছে ৯১ রান। টেস্ট একাদশের সম্ভব্য একাদশে থাকা কামরুল হাসান রাব্বির সাথে বিশ্রামে ছিলেন সাকিব আল হাসানও।
দিনের পঞ্চম ওভারে ইমরুলকে দিয়ে ব্যাটিং ব্যর্থতার গোড়াপত্তন করে বাংলাদেশ। আউটের ধরণটাও ছিল একমাস আগে ওয়েলিংটন টেস্টের সেই আউটের ঠিক যেন কার্বন কপি। লেগ সাইডের ঠিক একই জায়গায় আউটফিল্ডের একমাত্র ফিল্ডারের কাছে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল, ফিল্ডারকেও নড়তে হয়নি এক একটুও। মাত্র তিন দিন বাদে শুরু সফরের একমাত্র টেস্ট। তবুও নিজেকে শুধরে নিতে পারলেন না দলের নির্ভরশীল এই ব্যাটসম্যান। দুই বাউন্ডারিতে দুর্দান্ত শুরু করা তামীমও যথারীতি ভুল শটের ফাঁদে পড়ে, স্ট্যাম্পের বাইরের বল টেনে এনে লাগান স্ট্যাম্পে।
এর মধ্যেও একমাত্র স্বস্তির বিষয় হল সৌম্যের ব্যাটে রান ও চোট কাটিয়ে মুশফিকুরের ফেরা। দুজনেই আউট হয়েছেন ফিফটি পূর্ণ করেই। সৌম্যের আগে ফেরেন মোমিনুল। ভালো শুরু করে আবারো ব্যর্থ মাহমুদউল্লাহ। বিশেষ করে এক’শ পূর্ণ করার আগেই চার উইকেট হারানো দলকে আরো কিছুসময় সঙ্গ দেয়া উচিত ছিল দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের। মাহমুদউল্লাহ যখন ফেরেন দলের সংগ্রহ তখন পাঁচ উইকেটে ১১৩। এরপর ষষ্ঠ উইকেটে সাব্বির-মুশফিক গড়েন ৭১ রানের জুটি যা বাংলাদেশের ইনিংসের একমাত্র প্রাণ। সাব্বিরের পর অনিকেত চৌধুরির বলে ফেরেন মুশফিকও। এই অনিকেতই বাংলাদেশকে ভুগিয়েছে বেশি মাত্র ২৬ রানে চার উইকেট তুলে নেন এই বাঁ-হাতি পেসার। দলে ফেরা লিটন দাশ অপরাজিত থাকেন ২৩ রানে।
বাংলাদেশের ব্যাটসম্যানরা যেখানে বিবর্ণ সেখানে শক্ত ভিত দাঁড় করিয়েছে ভারতের ‘এ’ দল। দলের অধিনায়ক অভিনব মুকুন্দকে ফিরিয়েছেন সুবাসিশ রয়। শফিউল, মিরাজ, আবু জায়েদ ও তাসকিনদের কেউই সুবিধা করতে পারেননি। তারমানে ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই শঙ্কা নিয়েই সফর শুরু করল বাংলাদেশ।
বাংলাদেশ প্রথম ইনিংস : ৬৭ ওভারে ২২৪/৮ ডিক্লে. (তামিম ১৩, ইমরুল ৪, সৌম্য ৫২, মুমিনুল ৫, মাহমুদউল্লাহ ২৩, মুশফিক ৫৮, সাব্বির ৩৩, লিটন ২৩*, মিরাজ ০, তাইজুল ৪* মিলিন্দ ১/২৬, হার্দিক ০/২৯, অনিকেত ৪/২৬, বিজয় ১/৩২, জয়ন্ত ০/৪১, নাদিম ১/৩৮, কুলদিপ ১/৩২)।
ভারত ‘এ’ প্রথম ইনিংস : ২১ ওভারে ৯১/১ (পাঞ্চাল ৪০*, মুকুন্দ ১৬, শ্রেয়াস ২৯*; শফিউল ০/১৭, আবু জায়েদ ০/২৫, শুভাশীষ ১/১১, মিরাজ ০/২৭, তাইজুল ০/৭)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।