Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে সরকারি স্কুলের মালামাল বিক্রির চেষ্টা

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চের স্টিলের অংশ বিনা অনুমতিতে চোরাই পথে বিক্রির সময় আটক করেছে স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসীর প্রতিরোধের মুখে বেঞ্চগুলো নিয়ে যেতে পারেনি ক্রেতারা। গতকাল শনিবার বিকেলে ঘটে এ ঘটনা।
উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু নষ্ট বেঞ্চের সাথে ভালো বেঞ্চের কাঠ সরিয়ে স্টিলের অংশগুলো বিক্রির চেষ্টা করেন স্কুলের শিক্ষকরা। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে একটি ভ্যানগাড়ি ও অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ভাঙ্গাড়ি ব্যবসায়ী। নষ্ট বেঞ্চের আড়ালে ভালো বেঞ্চের স্টিলের অংশ বিক্রি করে দেয়ার খবর পেয়ে স্কুলে আসেন পরিচালনা কমিটির সাবেক সদস্য সাথে এলাকায় প্রায় ২০ অভিভাবক। তারা বিদ্যালয়ে গিয়ে বেঞ্চ বিক্রির কারণ জানতে চান শিক্ষকদের কাছে। ওই সময় শিক্ষকরা বেঞ্চ বিক্রি করে বিদ্যালয়ে বৈদ্যুতিক ফ্যান কেনার কথা জানান।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য নুরুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি মালামাল বিক্রির নিয়ম নেই। তিনি বিদ্যালয়ে গিয়ে বেঞ্চ বিক্রিতে বাধা দেন। পরে বাধার মুখে ভ্যানগাড়ি ও অটোরিকশায় প্রায় ৩৯০ কেজি বেঞ্চের স্টিলের অংশ নিতে দেননি। তিনি বলেন, ১৮ টাকা কেজি দরে শিক্ষকরা ভালো বেঞ্চগুলোর কাঠের তক্তা সরিয়ে বিক্রি করে দিচ্ছিল।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফাতেমা খাতুন বলেন, বেঞ্চগুলো বিক্রি করা হচ্ছিল না। কক্ষ পরিষ্কার করার জন্য বের করা হয়েছিল। জাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক ঝন্টু বলেন, সরকারি বিদ্যালয়ের মালামাল বিক্রি করে দেয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। ওই খবর পেয়ে তিনি মালামাল স্কুলে ঢুকিয়ে রাখতে শিক্ষকদের বলেন।’
ঈশ্বরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আলী সিদ্দিক বলেন, স্কুলের বেঞ্চ বিক্রির অপচেষ্টা চালিয়ে থাকলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈশ্বরগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ