নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা অ্যাথলেট ডলি ক্যাথরিন ক্রুজ। গতকাল সকালে রাজধানীর তেজতুরী বাজারস্থ নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। শ্রদ্ধা নিবেদনের জন্য কাল ডলির মরদেহ ধানমন্ডিস্থ বাংলাদেশ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নেয়া হলে সেখানে এক বেদনা বিধূর পরিবেশের সৃষ্টি হয়। মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রাফিয়া আখতার ডলি ও সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানাসহ সকল সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বহুমুখী প্রতিভার অধিকারিনী সাবেক এই ক্রীড়াবিদ ঢাকার ফার্মগেটে ১৯৪৫ সালের ২৩ অক্টোবর জন্মগ্রহণ করেন। ডলি ক্রুজ পর্তুগীজ বংশোদ্ভূত ক্যাথলিক খ্রিস্টান। বাবা জন ক্রুজ আর মা মারিয়া ক্রুজের নয় ছেলেমেয়ের মধ্যে চিরকুমারী ডলি ক্রুজ ছিলেন অষ্টম। স্বনামধন্য সাবেক ক্রীড়াবিদ ডলি ক্রুজ ১৯৫৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সকল প্রকার প্রাদেশিক এবং জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫০টিরও বেশি স্বর্ণ জিতেন। অ্যাথলেটিক্সের শটপুট ইভেন্টে তিনি দক্ষতার সঙ্গেই নিজ যোগ্যতা প্রমাণ করেন। পাশাপাশি সাইক্লিং, হকি, ব্যাডমিন্টন, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল এবং সাঁতারেও আলো ছড়ান ডলি। পাকিস্তান অলিম্পিকে পাঁচবার অংশ নিয়ে প্রতিবারই পুরস্কার জিতেন। ডলি ক্রুজ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও অংশ নেন। তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পান ১৯৮১ সালে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সমাজসেবা মূলক কাজেও অবদান রয়েছে সাবেক এই অ্যাথলেটের। প্রথিতযশা ক্রীড়াবিদ ডলি ক্যাথরিন ক্রুজের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, শেখ বশির আল মামুন, মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস। এছাড়া বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি, স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, বিওএ, মহিলা ক্রীড়া সংস্থা, ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, হকি ফেডারেশন, হ্যান্ডবল ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।