Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চল্লিশে পা দিয়ে রোমাঞ্চিত ক্যাথরিন হাইগল

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

হলিউডের অভিনেত্রী ক্যাথরিন হাইগল বলেছেন চল্লিশে পা দিয়ে তিনি রোমাঞ্চিত বোধ করছেন। গত ২৪ নভেম্বর তার ৪০তম জন্মদিনে সোশাল মিডিয়াতে এই দিনে তার অনুভূতির কথা প্রকাশ করেছেন তিনি। তিনি এই পোস্টের সঙ্গে সেই দিন উদযাপনের সান্ধ্য ভোজে তার ছবি সংযুক্ত করেছেন। এই ছবিতে ৪০ সংখ্যা খচিত একটি বড় রুপালি বেলুনের সামনে সোয়েটার আর জিন্স পরিহিত হাইগলকে হাস্যরত অবস্থায় দেখা গেছে। “আমি আনুষ্ঠানিকভাবে ৪০ বছর বয়সী। আমি জানি আপনারা ভাবছেন আমি পরিপূর্ণ তবে আমি চল্লিশে পা দিয়ে রীতিমত রোমাঞ্চিত,” তিনি পোস্টে লিখেছেন। ‘গ্রে’জ অ্যানাটমি’ সিরিজের সাবেক এই তারকার জন্মদিনের পার্টির স্থানটির পুরোটা মোমের আলোয় সাজানো হয়েছে, তাতে পূর্ণাঙ্গ উৎসবের আবহ ফুটে উঠেছে। তিনি লিখেছেন : “আমার মা সবসময় বলে থাকেন , ‘বয়স বাড়া অন্য পরিস্থিতিটি থেকে ভাল’। খুবই সত্য মা, খুবই সত্য। আরেকটা ব্যাপার হল চল্লিশ মানে হল আরেক ধরনের স্বাধীনতা। নিজেকে সন্দেহ করা, নিরাপত্তাহীনতা, নিজেকে ঘৃণা করা, অনিশ্চয়তা আর উদ্বেগ থেকে মুক্তি। ” ইনস্টাগ্রাম পোস্টে তিনি আরও লিখেছেন : “এমন নয় যে আমি এসব একেবারে কাটিয়ে উঠেছি। তবে এখন নিজেকে অনেক বয়স্ক আর বিজ্ঞ মনে হয়।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যাথরিন হাইগল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ