Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপার সিক্সের স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কায় রুমানারা

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আগামী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে হলে বাছাই পর্ব টপকাতে হবে বাংলাদেশের মেয়েদের। সেই লক্ষ্যে গতকাল দুপুরে সুপার সিক্সের স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছে রুমানা-সালমারা। দেশ ছাড়ার আগে সুপার সিক্সে খেলার স্বপ্ন দেখিয়ে গেলেন দেশবাসীকেও। গ্রæপ ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি, পাকিস্তান, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাছাইয়ে ৭ ফেব্রæয়ারি প্রথম মাঠে নামবে বাংলাদেশ। তার আগে অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
বাংলাদেশের জন্য শ্রীলঙ্কাতে কঠিন সময় অপেক্ষা করছে। স¤প্রতি মেয়েদের পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে সালমারা। যদিও টুর্নামেন্টে ভালো করার আশা ব্যক্ত করেছেন মেয়েদের অধিনায়ক রুমানা আহমেদ। তাদের প্রাথমিক স্বপ্ন সুপার সিক্সে যাওয়া। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অবশ্যই বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ। যাদের সঙ্গে খেলা আছে, সবার বিপক্ষে আগে আমরা জয় পাইনি তা নয়। কিছু ঘাটতি থাকলেও ওদের বিপক্ষে কিন্তু আমরা জিতেছি। এবারও আশাবাদী সেখানে ভালো কিছু করব। অতীতের তুলনায় ভবিষ্যতৎটা ভালো হবে। তবে আগে সুপার সিক্স নিশ্চিত করে, পরে অন্য কিছু ভাববো।’
গ্রæপের প্রতিপক্ষ নিয়ে কতটা হোমওয়ার্ক করছেন জানতে চাইলে রুমানা বলেছেন, ‘প্রতিটি ম্যাচের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করেছি। প্রতিটি দলকে আমরা চিনি এবং জানি। আগে তাদের সঙ্গে খেলেছি। আশা করি পরিকল্পনা অনুযায়ী এগোতে পারব।’
রুমানাদের বেশি ভোগাচ্ছে তাদের ব্যাটিং বিভাগটাই। ব্যাটিং নিয়ে খেলোয়াড়দের আলাদা আলাদা ক্লাসও নিয়েছেন তাদের কোচ। তবুও খুব বেশি পরিবর্তন হয়নি বাংলাদেশের ব্যাটিংয়ের। সর্বশেষ সিরিজে ব্যাটিং ব্যর্থতার কারণেই ৪-১ ব্যবধানে হারতে হয়েছিল জাহানারা-সালমাদের। যদিও দলের অধিনায়ক রুমানার আশা, ‘শেখার কোনেও শেষ নেই। আমরা উন্নতির চেষ্টা করছি। আগের তুলনায় অনেক উন্নতিও করেছি। এখন শুধু নিজেদের প্রমাণ করতে হবে। ব্যাটিং নিয়ে আরও কাজ করতে চাচ্ছি আমরা।’



 

Show all comments
  • Kamal ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:৫১ পিএম says : 0
    Hope they can do it
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ