Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুর দরবার শরীফের ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দেবিদ্বার উপজেলা সংবাদদাতা : কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর দরবার শরীফের ৬০’তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল বৃহস্পতিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। দেশ ও জাতির ইহকাল ও পরকালীন কল্যাণ কামনা করে মোনজাত পরিচালনা করেন দরবার শরীফের পীর আলহাজ মাওলানা ইয়াকুব আলী। বুধবার বাদ আছর থেকে শুরু হওয়া মাহফিলে অধ্যক্ষ মাওলানা নাইমুর রহমানের উপস্থাপনায় বয়ান করেন সউদী আরবের মাওলানা রফিকুল ইসলাম ফরাজী, নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোস্তাক আহমেদ ফয়েজী, মাওলানা তাজুল ইসলাম চাদপুরী, বি-বাড়িয়ার মাওলানা রমজান আলী আশেকী, গাজীপুরের মাওলানা আব্দুল গাফফার, কুমিল্লার মাওলানা নুরুল্লাহ আনোয়ারী, মাওলানা আব্দুল করিম মমিম, মাওলানা শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী ও মাওলানা খলিলুর রহমান প্রমুখ। আখেরী মোনাজাতে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। মহান আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য লাভের আশায় প্রত্যন্ত এলাকা থেকে আল্লাহ ভীরু ও রাসূল প্রেমিকগণ হাজির হন মাহফিলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্পন্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ