বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ধর্ম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঝালকাঠি ০১ আসনের সংসদ সদস্য, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৌত্রী গ্রæপের সভাপতি, বজলুল হক হারুন বলেছেন, বর্তমান সরকার জনগণের উন্নয়নের পাশাপাশি খেলাধুলার প্রতি বিশেষ ভাবে সুবিধা প্রদান করছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, বিশ্বের দরবারে খেলাধুলার পাশাপাশি দেশের উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করে আসছেন এসরকারের আমলে দেশের জনগণ তথা সকল শিক্ষার্থীরা খেলাধুলার যে পরিবেশ পেয়েছে তাতে খেলাধুলার মান উন্নত হয়েছে এবং বিশ্বের মানচিত্রে খেলাধুলার প্রশংসা কুড়িয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি যতœবান হতে হবে। মাদক মুক্ত থাকতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খেলোয়ারদের দাবির মুখে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে অনুরোধ করে অগ্রাধিকার ভিত্তিতে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠকে স্টেডিয়াম করার প্রতিশ্রæতি দেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মোঃ আনোয়ার হোসেন মৃধা (মজিবর) এর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন জননেত্রী দেশরতœ শেখ হাসিনার লক্ষ ছিল বিশ্ব ২০২১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করা কিন্তু যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তাতে ২০১৮ সালের মধ্যেই দেশ উন্নত আয়ের দেশে পরিণত হবে। বাংলাদেশ ইতিমধ্যে নিন্মমধ্য আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রশংনীয় অগ্রগামী ভূমিকায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে। আমরা যখন সেমিনারে অংশ গ্রহণকারী তখন আমাদের কাছে অন্যান্য দেশ আমাদের কাছে জানতে চায় কীভাবে একটি দেশকে এত তাড়াতাড়ি উন্নয়নের দোরগোড়ায় নেয়া হয়েছে। এ সরকারের আমলে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতেছে। এ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ, ঝালকাঠী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পদক আলহাজ মুজিবুল হক কামালসহ রাজাপুর উপজেলার জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুধীবৃন্দ ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি রাজাপুর উপজেলা অডিটরিয়ামে, শিক্ষামেলা ২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করে পুরস্কার বিতরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।