Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের টানা তৃতীয় জয়

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ব্লইন্ড টি-২০ ক্রিকেট বিশ্বকাপে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছে হারার পর দক্ষিণ আফ্রিকা ও নেপালকে বড় ব্যবধানে হারায় মালেক-জয়রা। আর গতকাল ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। ৪ ম্যাচের ৩টিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি করেন কেভিন আন্দ্রে ডগলাস। তিনি ৬৫ বলে ১১২ রান করেন। ৫৭ রান করেন গ্রেগরি লি স্টেওয়ার্ড। আব্দুল্লাহ জবির ও মাহমুদ রশিদ ১টি করে উইকেট নেন। জবাবে তানজিলুর রহমানের ৪৯ বলে অপরাজিত ৯০ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৯.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৫২ রান করেন মাহবুবুল হাসান ইমন। অতিরিক্ত খাত থেকে আসে ১৭ রান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ