Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপুল ভোটে আ’লীগ প্রার্থী বিজয়ী

টাঙ্গাইল-৪ উপনির্বাচনে জাল ভোটের ছড়াছড়ি

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইল-৪ (কালিহাতী) উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী। মোট তিন লাখ ৭ হাজার ৭০০টি ভোটের মধ্যে ভোট গ্রহণ হয়েছে এক লাখ ৯৭ হাজার ৯৭৪ ভোট। এর মধ্যে সোহেল হাজারী পেয়েছেন এক লাখ ৯৩ হাজার ৫৪৭টি। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ইমরুল কায়েস (আম) পেয়েছেন এক হাজার ৬৯৬ ভোট এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী আতাউর রহমান খান (টেলিভিশন) পেয়েছেন এক হাজার ৩২০ ভোট। ভোট বাতিল হয়েছে এক হাজার ৪১১টি। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: তাজুল ইসলাম।
নির্বাচনে উপজেলার দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ১০৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা না থাকলেও জাল ভোট ও কারচুপির অভিযোগ রয়েছে। এনপিপি’র প্রার্থী ইমরুল কায়েস ভোট বর্জন করে জেলা নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রতিদ্ব›িদ্বতাহীন নির্বাচনেও জাল ভোটের ছড়াছড়ি। আওয়ামাী লীগ দলীয় প্রার্থীর পক্ষে ভোট ব্যবধান বাড়ানোর কৌশল হিসেবে জাল ভোটের উৎসবে মেতে ওঠেন আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা।
সরেজমিন এলেঙ্গা রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রিজাইডিং কর্মকর্তার রুমে বসে আছে এলেঙ্গা পৌর যুবলীগের যুগ্ম আহŸায়ক মুছা। তখন বিকেল সাড়ে ৪টা। সেখানে সাংবাদিক প্রবেশ করার সাথে সাথে তিনি বের হয়ে যান। এর দশ মিনিট পর ওই কেন্দ্রের একটি কক্ষে গিয়ে দেখা যায় ওই নেতা সহকারী প্রিজাইডিং কর্মকর্তার হাত থেকে ব্যালট পেপার নিয়ে অনবরত সিল মেরে যাচ্ছেন। সোহেল নামে তার এক সহকারী সিল সংবলিত ব্যালট পেপার ব্যালট বাক্সে ভরছেন। এ সময় ছবি তুলতে গেলে তার আরেক সহকারী বাধা দেয়। এ সময় মুছার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে স্থানীয় আওয়ামী লীগ লিডার বলে পরিচয় দেন। পরে জোর করে তিনি প্রতিবেদককে ওই কক্ষ থেকে বের করে দেয়ার চেষ্টা করেন এবং মুঠোফোনে কোনো একজনকে চা, কফি এনে সাংবাদিকদের আপ্পায়নের নির্দেশ দেন। তবে জাল ভোট দেয়ার বিষয়টি মেনে নিতে চাননি প্রিজাইডিং কর্মকর্তা।
সকাল সাড়ে ১০টা বল­ভবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের আগেই ব্যালট পেপারে সিল মারার অভিযোগে কেন্দ্রটি বাতিল ঘোষণা করা হয়। পরে প্রিজাইডিং কর্মকর্তা মাধব চন্দ্র দাসসহ ১৩ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: তাজুল ইসলাম।
প্রসঙ্গত, এই আসনের সাবেক এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সংবর্ধনা সভায় হজ ও তাবলীগ নিয়ে বিতর্কিত মন্তব্য করলে সারা দেশে মুসলিম স¤প্রদায়ের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে তিনি দেশে ফিরলে গ্রেফতার হন। জামিনে মুক্ত হয়ে প্রথমে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর দল থেকে বহিষ্কার ও ২০১৫ সালের ১ সেপ্টেম্বর তিনি সংসদ থেকে পদত্যাগ করলে ৩ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। পরবর্তীতে নির্বাচন কমিশন ওই বছরের ১০ নভেম্বর উপনির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করে।
এদিকে উপনির্বাচনে প্রার্থী হতে নিজ দল কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে ‘গামছা’ প্রতীকে মনোনয়নপত্র জমা দেন আব্দুল লতিফ সিদ্দিকীর ছোট ভাই সাবেক আওয়ামী লীগ দলীয় এমপি আব্দুল কাদের সিদ্দিকী। তবে তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ থাকায় ২০১৫ সালের ১৩ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করে দেন। কাদের সিদ্দিকী মনোনয়নপত্রের বৈধতা চেয়ে নির্বাচন কমিশনে আপিল করলে ১৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন তার আপিল খারিজ করে দেন। খারিজের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে ২০১৬ সালের ৪ ফেব্রæয়ারি নির্বাচন কমিশনের রায় বহাল রাখে হাইকোর্ট। এর বিরুদ্ধে কাদের সিদ্দিকী লিভ টু আপিল করলে একই বছরের ১৫ মার্চ আপিল মঞ্জুর করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সর্বশেষ গত ১৮ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রেখে কাদের সিদ্দিকীর লিভ টু আপিল খারিজ করে দেন আদালত। এরপর উপনির্বাচন সম্পন্ন করতে আর কোনো বাধা না থাকায় গত ২৪ জানুয়ারি নির্বাচন কমিশন ৩১ জানুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করে। কাদের সিদ্দিকী নির্বাচনী মাঠ থেকে সিটকে পড়ায় ভোটযুদ্ধ এক রকম প্রতিদ্ব›িদ্বতাহীন হয়ে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ