রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভিপি সম্পত্তির ইজারা নবায়ন বন্ধ
লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা
লোহাগড়ায় ভূমি অফিসের অসাধু ব্যক্তিদের যোগসাজসে ভিপি সম্পত্তির ইজারা নবায়ন বন্ধ করে রাখায় সরকারের হাত ছাড়া হতে চলেছে মূল্যবান সম্পত্তি ও বিপুল পরিমাণ রাজস্ব। সরকারের ভূমি মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে ইজারা নবায়ন কারিরা। ইজারা গ্রহণকারীদের লিখিত অভিযোগে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া পৌরসভার সিংগা মৌজার ভিপি (ক তপশীল) কেস নং লোহা/৪২১,৪৪৭,৪৪৯ দাগ নং৭০১,৫৯৭,৮০০ এবং অন্য দাগসহ মোট জমির পরিমাণ প্রায় ৩ একর। উক্ত ভিপি কেসের সম্পত্তি বাংলাদেশ সরকার ইজারা দেওয়ার পর থেকে লক্ষীপাশার মো. মহিউদ্দিন মোল্লা, রাজুপুর গ্রামের জাহানারা বেগম ও খলিশাখালী গ্রামের মমতাজ বেগম গং সরকার নির্ধারিত ফিসের বিনিময়ে ইজারা গ্রহণ করে আসছেন। কিন্তু এবার হাল সনের ইজারা নবায়নের জন্য ৭/৮মাস আগে আবেদন করে বার বার ভূমি অফিসে গেলেও নানা তালবাহানায় ইজারা নবায়ন বন্ধ করে রাখা হয়েছে। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কে এ বিষয়ে একাধিকবার জানিয়েও কোন ফল হয়নি। অথচ আবেদন করার ৭ দিনের মধ্যে ইজারা নবায়ন করার কথা থাকলেও তা করা হয়নি। অভিযোগে আরো জানা গেছে, লক্ষীপাশা ভূমি অফিসের নায়েব মো. মোতালেব হোসেনসহ (বর্তমান অন্যত্র কর্মরত) কয়েকজন অসাধু কর্মচারী মোটা অংকের উৎকোচের বিনিমিয়ে উক্ত ভিপি সম্পত্তি লক্ষীপাশার কচুবাড়িয়া গ্রামের মৃত সুধীর কুমার দত্তের ছেলে কুমারেশ দত্তকে পাইয়ে দেওয়ার ষড়যন্ত্র করে। যার ফলে কুমারেশ দত্ত ওই ভিপি সম্পত্তি মালিকানা দাবি করে নড়াইল দেওয়ানী আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন, যার নম্বর ভিপিটিএসি ১০/১৫। ওই মামলার সাক্ষী সরকার পক্ষের ভোগ দখলকারী হিসেবে আদালত ভিপি ইজারা গ্রহণকারীদের ভূমি অফিসের মাধ্যমে তলব করলেও ষড়যন্ত্রকারী নায়েব সাক্ষীদের আদালতে হাজির না করায় মামলায় বাদী পক্ষ এক তরফা রায় পেলেও বাংলাদেশ সরকারের পক্ষে নড়াইলের জেলা প্রশাসন আপিল করেন। কিন্তু বাদী পক্ষ লোহাগড়া থানা পুলিশকে ম্যানেজ করে ভয়ভীতি প্রদর্শন ও জোর করে উক্ত সম্পত্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে লোহাগড়া থানা পুলিশের মাধ্যমে জোর করে জমির ধান ভাগ করে নিয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এ বিষয়ে লক্ষীপাশা ভূমি অফিসের নায়েব মোতালেব হোসেন (বর্তমান অন্যত্র কর্মরত) কে ভিপিসি সম্পত্তি সরকারের হাত ছাড়া হওয়ার ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, সরকার আইন করেছে তাদের জমি ফেরত দেওয়ার জন্য আমি তার কি করবো। এ বিষয়ে কথা বলার জন্য লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিয়া আফরীনকে অফিসে বা মোবাইলে পাওয়া যায়নি। ভুক্তভোগীরা নিরুপায় হয়ে নড়াইলের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) বরাবর হাল সনের ইজারা নবায়ন ও মামলার বাদী যাতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভিপি সম্পত্তি পুলিশ প্রশাসন বা অন্য কোন ভয়ভীতির মাধ্যমে ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে আবেদন করেও কোন ফল পাননি বলে জানান। ইজারা নবায়ন বন্ধ বিষয়ে নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের নিকট জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, ইজারা নবায়ন বন্ধ রাখার কথা নয়। বিষয়টি আমি খতিয়ে দেখছি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহাকে সরকারি ভিপি সম্পত্তি যাতে সরকারের বেদখল বা হাত ছাড়া না হয় সে বিষয়ে অবগত করে সরকার পক্ষের আপিলের কপিসহ একটি আবেদন দিতে গেলে তিনি সে আবেদন গ্রহণ করেনি। অথচ প্রতি বছর এই ভিপি সম্পত্তি ইজারার বিনিময়ে সরকারের হাজার হাজার টাকা রাজস্ব আয় হয়ে থাকে। দীর্ঘদিন ইজারা বন্ধ রাখার ফলে সরকার যেমন হাজার হাজার টাকা রাজস্ব হারাচ্ছে তেমনি ভূমি অফিসের ষড়যন্ত্র ও প্রশাসনের উদাসীনতার ফলে সরকারের ভিপি সম্পত্তি হাত ছাড়া হতে চলেছে। লোহাগড়া ভূমি অফিসের ষড়যন্ত্র ও প্রশাসনের উদাসীনতার ফলে ভিপি সম্পত্তির যাতে সরকারের বেহাত না হয় সে বিষয়ে সরকারের ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।