Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর-দক্ষিণ ম্যাচ ড্র’য়ে নিস্পত্তি তাইজুলের ৫ উইকেট

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : তৃতীয় দিন শেষেই ড্র’য়ের আবহ ছিল বিসিবি নর্থ-প্রাইম ব্যাংক সাউথ জোনের ম্যাচ। ড্র’তেই শেষ পর্যন্ত নিস্পত্তি হয়েছে ম্যাচটি। প্রথম ইনিংসে লিডের জন্য শেষ দিনে প্রাইম ব্যাংক সাউথ জোনের দরকার ছিল ১৯৯ রান। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির জন্য সাউথ জোন ওপেনার আবদুল মজিদ ছিলেন ৭৯ রান দূরে দাঁড়িয়ে। তবে প্রাইম ব্যাংক সাউথ এদিন পারেনি লিড নিতে, মজিদ পাননি ডাবল সেঞ্চুরির দেখা! চতুর্থ দিনে শেষ ৬ উইকেটে যোগ করতে পেরেছে প্রাইম ব্যাংক সাউথ জোন ১৫৪ রান। ১২১ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে এদিন ক্যারিয়ার সেরা ইনিংসে মজিদ থেমেছেন ১৪৭ রানে। ৩০ রানে ব্যাটিংয়ে নেমে মোসাদ্দেক সৈকত পূর্ণ করেছেন ফিফটি (৫৪)। জিয়াউর রহমানও ফিফটি পেয়েছেন ৫৭)। ম্যাচটিতে দুই বাঁ-হাতি স্পিনার রাজ্জক,তাইজুলের লড়াইটা হয়েছে সমানে সমান। আগের দিন প্রাইম ব্যাংক সাউথ জোনের বাঁ-হাতি স্পিনার রাজ্জাক প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচে ৫ উইকেটে সাড়ে চারশ’ উইকেটের মাইলস্টোনে দিয়েছেন পা, গতকাল বিসিবি নর্থের বাঁ-হাতি স্পিনার তাইজুল প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ১৪তম বারের মতো পেয়েছেন ৫ উইকেটের দেখা (৫/১৩৬)! তৃতীয় দিনে ৩ উইকেট শিকারের পর ৪র্থ দিনে ৫৫ রান খরচায় শিকার করেছেন শেষ দুইটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
বিসিবি নর্থ জোন ১ম ইনিংস : ৪৯২/৯ডি. (২য় দিন শেষে ৪৭৪/৭, ১৮৪.০ ওভার, নাইম ১৭৬ ব্যাটিং, রাজ ৩/১৭৪) জহুরুল অমি ৬৫, ফরহাদ হোসেন ৪৩, নাঈম ১৮৫, নাসির ৩৯, জিয়াউর ১/৪৩, আবদুর রাজ্জাক ৫/১৮৫, সোহাগ গাজী ২/১০৫, নাজমুল অপু ১/৮৬।
প্রাইম ব্যাংক সাউথ জোন ১ম ইনিংস : ৪৪৮/১০, ১২৯.২ ওভার (৩য় দিন শেষে ২৯৪/৪, ৮০.০ ওভার, ফজলে রাব্বী ১২১ ব্যাটিং, মোসাদ্দেক ৩০, তাইজুল ৩/৮১), শাহরিয়ার নাফিস ৪২, ফজলে রাব্বী ১৪৭, তুষার ইমরান ৪৭, মিঠুন ৩০, মোসাদ্দেক ৫৪, জিয়াউর ৫৭, তাইজুল ৫/১৩৬, শফিউল ২/৮৫।
বিসিবি নর্থ জোন ২য় ইনিংস : ৬৯/২ (২৫.০ ওভার), জহুরুল অমি ২৯, জুনায়েদ ২৯*, নাজমুল ১/৩৬, সোহাগ গাজী ১/২২।
ফল : ড্র’। ম্যান অব দ্য ম্যাচ : নাঈম ইসলাম (বিসিবি নর্থ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ