নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : কুর্মিটোলা গলফক্লাবে আজ থেকে শুরু হচ্ছে তিন লাখ ডলার প্রাইজমানির গলফ টুর্নামেন্ট বসুন্ধরা বাংলাদেশ ওপেন। বিশ্বের বিভিন্ন দেশের ১৩২ জন গলফার খেলছেন এ আসরে। এশিয়ান ট্যুর স্বীকৃত এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের ৩৩ জন পেশাদার ও ছয় অ্যামেচার গলফার খেলবেন। যার শীর্ষে আছেন রিও অলিম্পিকে সরাসরি খেলে আসা দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। ২০১৩ সালে সর্বশেষ সাফল্য পেয়েছিলেন তিনি। ওই বছর ইন্ডিয়ান ওপেন জয় করে খবরের শিরোনাম হন সিদ্দিকুর। এরপর শুধুই ব্যর্থতা। আর ধরা দেয়নি এশিয়ান ট্যুরের শিরোপা। গেল তিন বছর ধরে এই ট্রফির জন্য মুখিয়ে আছেন তিনি। যদিও এ বছরটা ভালোভাবে শুরু করতে পারেননি সিদ্দিকুর। ২০১৭ সালের প্রথম এশিয়ান ট্যুরের আসর সিঙ্গাপুর ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েন ৩২ বছর বয়সী এই গলফার। তাই শিরোপা খরা কাটাতেই আজ নতুন প্রতিজ্ঞায় কোর্সে নামছেন সিদ্দিকুর। কুর্মিটোলা গলফ কোর্সে ২০১৫ সালে হওয়া বসুন্ধরা ওপেনে শিরোপা জিতেছিলেন মারদান মানাত। এবারও খেলছেন সিঙ্গাপুরের এই গলফার। আর গেল বছর বসুন্ধরা বাংলাদেশ ওপেনের দ্বিতীয় সেরা থাইল্যান্ডের সুতিজেত কুরাতানাপিসানও খেলছেন এবার। ভারতের জিভ মিলখা সিং, যুক্তরাষ্ট্রের ইয়োহাসেন ভিরম্যানের মতো তারকা গলফাররা খেলবেন এবারের আসরে। তাই শিরোপা জয় করা কিছুটা কঠিনই হবে সিদ্দিকুরের জন্য। তারপরও তিনি আশাবাদী। সিদ্দিকুর বলেন, ‘অনেক প্রস্তুতি নিয়েছি। মাঝে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। আশাকরি নিজের সেরাটা দিতে পারব।’ তিনি যোগ করেন, গত দুটি আসরে আমার পারফরম্যান্স ভালো ছিল না, এবার আমি আমার সবটুকু যোগ্যতা দিয়ে শিরোপা জেতার চেষ্টা করব। এই মুহূর্তে আমার ফর্ম সন্তোষজনক। তাই নিজ মাঠে সমর্থকদের সামনে এবার ভালো করতে চাই আমি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।