নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : একদিন আগেই স্বাগতিক ভারতের বিপক্ষে বড় হারে বøাইন্ড টি-২০ বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ দল। তবে গতকাল সেই হারের কষ্টে মলম লাগালো দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে! ৭২ রানের দারুণ এক জয় পায় বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট দলটি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। ব্যাট হাতে আবদুল মালেক ও মহসিন হোসেন জয় ঝড় তোলেন। মালেক ৬৪ বলে করেন ৯০ রান। আর জয় ৪২ বলে করেন ৬২ রান। ২০টি রান আসে তানজিলুর রহমানের ব্যাট থেকে। এ ছাড়া অতিরিক্ত খাত থেকে আসে ৪৩টি রান। তাতে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২৩ রান।
জবাবে ৫ উইকেট হারিয়ে ১৫১ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। ইফরেইম মাথাবো ৫৩ বলে ৪৭ রান করেন। ২৯ বলে ৩৪ রান করেন ডেভিড ল্যান্ড্রি। অতিরিক্ত খাত থেকে আসে ২৩টি রান। বল হাতে বাংলাদেশের রশিদ ও ফয়সাল একটি করে উইকেট নেন। আজ নেপালের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ বøাইন্ড ক্রিকেট দল।
এবারের এই বøাইন্ড বিশ্বকাপে বিশ্বের ১০টি দল প্রতিদ্ব›িদ্বতা করছে। ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান ছাড়া টুর্নামেন্টের অন্য দলগুলো হলোÑ নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।