Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ থেকে অনি স্মৃতি স্কুল টিটি

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : দেশের অভ্যন্তরে তৃণমূল পর্যায়ে টেবিল টেনিস ইভেন্টকে পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং সর্বস্তরে এ খেলাকে অধিকতর জনপ্রিয় করতে ও খেলোয়াড় তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। তারই ধারাবাহিকতায় সিজেকেএস এ টেবিল টেনিস খেলাকে গুরুত্ব দিয়ে নিয়মিত আয়োজন করে যাচ্ছে- যা আজ শুরু হচ্ছে অনি স্মৃতি স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা। সিজেকেএস জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত এ ইভেন্টের উদ্বোধন করবেন সিটি মেয়র ও সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। গতকাল এক সংবাদ সম্মেলনে টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক মো. মোরশেদুল আলম, স্পন্সর প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমেদ ও সিজেকেএসের যুগ্ম-সম্পাদক (ক্রীড়া) আমিনুল ইসলাম বক্তব্য রাখেন। এবারের প্রতিযোগিতায় ১৬টি স্কুলের ৫৪ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ

৭ মার্চ, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ