Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির ভারত দল ঘোষিত

ফিরলেন ঋদ্ধিমান, মুকুন্দ

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ২০১১ সালে টেস্ট অভিষেক, এক মাসে পাঁচটি টেস্ট খেলেই থামতে হয়েছিল বাঁ-হাতি ওপেনার অভিনব মুকুন্দকে। ৫ টেস্টে ফিফটি মাত্র ১টি,রানের সমষ্টি ২১১-গড়টা মাত্র ২১.১০! এমন পারফরমেন্সে নিজেও ছেড়ে দিয়েছিলেন আশা। সাড়ে ৫ বছর পর সেই ওপেনারই নজরে এসেছেন নির্বাচকদের। রনজি ট্রফির সর্বশেষ আসরে তামিলনাড়–র এই ওপেনার ৭ ম্যাচে ৪ সেঞ্চুরি ৩ ফিফটিতে ৮৪৯ রানে ক’দিন আগে পেয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে ২ দিনের ম্যাচে ভারত ‘এ’ দলে ডাক। তার উপরই তুলে দেয়া হয়েছে আগামী ৫ও ৬ ফেব্রুয়ারীতে অনুষ্ঠেয় ২ দিনের ম্যাচে ভারত ‘এ’ দলের নেতৃত্ব। গতকাল ফিরলেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াডে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের শেষ ৩ ম্যাচ ইনজুরির কারণে খেলতে পারেননি উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। তার অনুপস্থিতিতে ৩ টেস্টে ২ ফিফটি পেয়েও দলে টিকে থাকতে পারেননি পার্থিব প্যাটেল। এমনকি রনজি ট্রফিতে দুর্দান্ত সেঞ্চুরিতে গুজরাটকে প্রথম শিরোপা উপহার দিয়েও নয়। উইকেট কিপিংয়ে তীক্ষè বলেই বাঁ উরুর ইনজুরির চোট থেকে সেরে ওঠা ঋদ্ধিমান সাহাকে ফিরিয়ে এনেছেন ভারতের নির্বাচক কমিটি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন মানিষ পান্ডে। পায়ের ইনজুরির কারণে পেস বোলার মোহাম্মদ সামিও বিবেচ্য হননি বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টেস্ট স্কোয়াডে।
১৬ সদস্যের ঘোষিত টেস্ট স্কোয়াডে চোট কাটিয়ে ফেরার তালিকায় আছেন দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও জয়ন্ত যাদব এবং ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। রাহানের চোটে সুযোগ পেয়েই সর্বশেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন করুন নায়ার। সেই করুন নায়ারও আছেন টেস্ট স্কোয়াডে। বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির স্কোয়াডই পাচ্ছে ভারত। যে স্কোয়াডে স্পিনারের সংখ্যা চারজন। রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজার সঙ্গে আছেন জয়ন্ত যাদব ও অমিত মিশ্র।
আগামী ৯ ফেব্রæয়ারি হায়দারাবাদ টেস্টকে সামনে রেখে গতকাল নির্বাচকদের দেয়া দলটি অনুমোদনে হয়েছে সময়ক্ষেপণ। আদালতের একটার পর একটা আদেশ মেনেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে বলেই বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজের দল অনুমোদন সভায় হয়েছে বিলম্ব।
ভারত টেস্ট স্কোয়াড : বিরাট কোহলি, মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, অভিনব মুকুন্দ, হার্দিক পান্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ