Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরকান্দায় রাতের আঁধারে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নগরকান্দা পৌরসভা ৭নম্বর ওয়ার্ডভুক্ত হাসপাতালে পিছনে সরকারি লিজপ্রাপ্ত জমিতে বাড়ি করে প্রায় ৪০ বছর ধরে বসবাস করছে এক অসহায় বিধবা কনিকা রানী সাহা। ওই বাড়ির জমি দখল নেয়ার জন্য গত রোববার রাতে পার্শ্ববর্তী বসবাসকারী ভূমিদস্যু জালাল। সে ৫০-৬০ জনের এক সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতে কনিকা রাণীর বাড়ি ও জমি জবর দখল করার জন্য হামলা চালায় বলে অভিযোগ করেন কনিকা রাণী। তিনি আরো জানান যে, তার ও তার পরিবারের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসী গ্রæপটি সটকে পরে। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে যান নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র নিমাই সরকার ও ৭নম্বর ওয়ার্ডের কমিশনার দেলোয়ার হোসেন দিলু। তারা জানান, জালাল একজন চিহ্নিত প্রতারক। সে ইতোমধ্যে একাধিক সচিব ও মন্ত্রীর সিল ও সই জাল করার অভিযোগে র‌্যাবের হাতে গ্রেফতারও হয়েছিল। কিছুদিন জেল খেটে বের হয়। ওর কাজই বিভিন্ন দফতরের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্রতারণা করা। এই প্রতারণার প্রমাণও কনিকা রাণীর বাড়ি দখল করার চেষ্টা। কনিকা রাণী একজন দুস্থ-বিধবা মহিলা। খুবই কষ্ট করে দিন যাপন করেন তিনি।
এলাকাবাসী জানান, জালাল ঢাকা দক্ষিণের এক কাস্টমস অফিসে কর্মরত আছেন, এই চাকরিটিও প্রতারণার মাধ্যমে নিয়েছেন। জালাল বাড়িতে এসেই রোববার রাতে সন্ত্রাসী বাহিনী নিয়ে কনিকা রাণীর বাড়ি দখল করার চেষ্টা চালায়। আমরা এই হামলার নিন্দা জানাই ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জালালের বিচার দাবি করি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ