বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ দেশের খ্যাতনামা অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব শিল্পপতি ম্যাডোনা গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গফরগাঁওয়ের কৃতী সন্তান আলহাজ মোঃ আখতারুজ্জামান স্মরণে গত শুক্রবার (২৭ জানুয়ারি) হতে মঙ্গলবার পর্যন্ত ৫ দিনব্যাপী গফরগাঁও উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়নের মরহুমের হাতে প্রতিষ্ঠিত রৌহা নূরজাহান আখতারুজ্জামান দাখিল মাদরাসার উদ্যোগে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রৌহা নূরজাহান আখতারুজ্জমান দাখিল মাদরাসার সুপার মাওলানা আবদুর রশিদ মীর জানান, তিনি দেশে ছোট-বড় ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন ধরনের অনুদান দিয়ে গেছেন। এ ছাড়াও প্রতি বছর দেশের বিভিন্ন স্থানের হত দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে লেখাপড়া করার জন্য বিশেষ অনুদান নিয়মিত দিয়ে গেছেন। তার জীবদ্দশায় অসংখ্য মসজিদ, মাদরাসার প্রতি রেখে যাওয়া ভালবাসার নিদর্শন অনুসরণ করে তার সুযোগ্য পুত্রদ্বয় ভবিষ্যতে তার বাবার মতই সকল বিষয় চালিয়ে নেয়ার জন্য দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। তার মৃত্যুতে রৌহা নূরজাহান আখতারুজ্জমান দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা ৫ দিনের শোক কর্মসূচি পালন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।