Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

এশিয়ার সবচেয়ে ধনী মহিলা এখন ভারতের এই শিল্পপতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ৮:০১ পিএম

এশিয়ার ধনীতম মহিলা হলেন ভারতের সাবিত্রী জিন্দাল। এতদিন এই স্থানে ছিলেন চীনের ইয়াং হুইয়ান। কিন্তু বেইজিংয়ের সম্পত্তি সংকটের ধাক্কায় বিধ্বস্ত কান্ট্রি গার্ডেন হোল্ডিংস কোম্পানি। আর সেই কারণেই শীর্ষস্থান থেকে সরে যেতে হল হুইয়ানকে। তার জায়গায় এলেন সাবিত্রী। দ্বিতীয় স্থানে চীনের বিজনেস টাইকুন ফ্যান হংওয়েই।

সাবিত্রী জিন্দাল ভারতের ধনীতম মহিলা এবং দেশের ধনকুবেরদের তালিকায় ১০ নম্বরে রয়েছে তার নাম। ব্লুমবার্গ বিলিয়নার্স ইনডেক্স অনুযায়ী, সাবিত্রীর মোট সম্পদের পরিমাণ ১১.৩ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা দাঁড়ায় ১০ হাজার ৮০০ কোটি টাকা। ৭২ বছরের সাবিত্রী ২০০৫ সালে জিন্দাল গ্রুপের সভাপতি হন। সেই বছরই হেলিপকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তার স্বামী ওপি জিন্দালের। এই মুহূর্তে দেশে ইস্পাত উৎপাদনের তালিকায় তিন নম্বরেই রয়েছে তাদের সংস্থা। পাশাপাশি সিমেন্ট শিল্প, শক্তি ও পরিকাঠামো খাতেও অগ্রণী জিন্দাল গ্রুপ।

তবে গত আড়াই বছরে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে ওই সংস্থাকে। বিশেষত ২০২০ সালের এপ্রিলে দেশব্যাপী লকডাউনের ধাক্কায় রাতারাতি সংস্থার মোট সম্পদ ৩.২ বিলিয়ন মার্কিন ডলারে নেমে আসে। কিন্তু পরবর্তী ২ বছরের নিরলস পরিশ্রমে ফের সংস্থার মোট সম্পদের পরিমাণ লাফিয়ে বাড়ে। ২০২২ সালের এপ্রিলে তাদের মোট সম্পদ পৌঁছয় ১৫.৬ বিলিয়ন মার্কিন ডলারে। রাশিয়ার ইউক্রেনে হামলার ফলে পণ্যের দাম রাতারাতি অনেক বেড়ে যাওয়াতেই সংস্থার ওই উত্থান।

সম্পত্তির পরিমাণ অনেকটাই কমেছে দ্বিতীয় স্থানে থাকা চীনের বিজনেস টাইকুন ফ্যানের। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৬.৪ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে রাতারাতি এক থেকে তিনে নেমেছেন ইয়াং। গত ৫ বছর ধরে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা তিনিই ছিলেন। তালিকায় চার নম্বরে রয়েছেন চীনেরই উ ইয়াজুন। সূত্র: টাইমস নাউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ