মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের বিশিষ্ট শিল্পপতি বিজয় মালিয়া তার দেশের বিভিন্ন ব্যাংক থেকে ৯ হাজার কোটি টাকা লোন নিয়ে অবৈধ অর্থ গ্রহণের মামলায় পড়েন। ইতোমধ্যে সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন ব্যাংক থেকে গ্রহণ করা অর্থ ফেরতের নোটিশ পৌঁছায় তার কাছে। গত বুধবার বিজয় মাল্লা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, তিনি অনতি বিলম্বে ৬ হাজার কোটি টাকা ফেরত দেবেন। বাকি টাকা পরিশোধের বিষয়ে বিজয় আরো জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ তিনি আর্থিক ব্যাপারে আরেকটি মামলায় বিজয়ী হবার আশা রাখেন। এই মামলায় বিজয়ী হলে আরো ২ হাজার কোটি টাকা দাতাদের ফেরত দিতে চান। ঋণ পরিশোধ সংক্রান্ত এই সব কথা জানিয়েছেন, গত বুধবার সুপ্রিম কোটে বিজয় মাল্লার আইনজীবী সিএস ভাইদেনানথান। বিজয় মাল্লার অর্থ সংক্রান্ত মামল ও তা ফেরত দেওয়ার প্রতিশ্রুতির বিষয়ে আইন আদালত বিশেষজ্ঞরা জানিয়েছেন, পর্যায়ক্রমে হলেও বিজয়ের অর্থ ফেরত দেওয়ার বিষয়টিকে খারাপ বলা যায় না। দি কুইন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।