পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলায় সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৭৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজনে ওই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এসময় প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। ইউএনও শাম্মী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, পৌর মেয়র এনায়েত হোসেন ও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী। অনুষ্ঠান শেষে একই স্থানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ৪৮১ জন কৃষকের মাঝে উন্নতমানের বীজ ও কৃষিউপকরণ বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।