Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ২২ ফেব্রুয়ারি থেকে বেঙ্গল সংস্কৃতি উৎসব

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস :‘মানবিকতার সাধনায় বেঙ্গল সংস্কৃতি উৎসব’ এই শ্লোগানে সিলেটে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দশ দিনব্যাপী ‘বেঙ্গল সংস্কৃতি উৎসব’। বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হবে।
সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ উৎসব চলবে ৩ মার্চ পর্যন্ত।
তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের মানবিকতার বিকাশ সাধনের লক্ষ্যেই বেঙ্গল ফাউন্ডেশন দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর বাইরে সিলেটেই তারা এই প্রথম এমন বিশাল আয়োজন করছে। গতকাল মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের এবং মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এসব তথ্য জানান।
সংস্কৃতি উৎসবে ২৪ ২৫ ও ২৬ ফেব্রুয়ারি মাসিক কালি ও কলমের আয়োজনে অনুষ্ঠিত হবে ৩ দিনের সাহিত্য সম্মেলন। এ সম্মেলনে বাংলাদেশ ও ভারতের বিখ্যাত কবি সাহিত্যিকের সমাগম ঘটবে। উৎসবে থাকবে বিভিন্ন ঘরনার সঙ্গীত, চলচ্চিত্র, কারুমেলা, নাটক, সিলেটের আঞ্চলিক গান, ইত্যাদি। দেশ বিদেশের প্রায় ৪শ’ জন শিল্পী ও কবি-সাহিত্যিকের পদচারণায় মুখরিত হয়ে উঠবে সিলেট।
উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রী মূখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ