Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরীর সামাজিক সাংস্কৃতিক উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে রাজশাহী মহানগরীর সামাজিক, সাস্কৃতিক, পরিবেশ ও প্রতœতত্ত¡ অবকাঠামোর উন্নতি সাধনের মাধ্যমে টেকসই উন্নয়ন শীর্ষক প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষর গতকাল বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত হয়। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ২২ কোটি টাকার এই অনুদান চুক্তি। এ উপলক্ষে বিকেলে নগর ভবন সরিৎ দত্ত গুপ্ত মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। ভারত সরকারের পক্ষে ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোঃ আমিনুল হক ও রাসিকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত মেয়র মোঃ নিযাম উল আযীম চুক্তি স্বাক্ষর করেন।
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় নগরীর ছয়টি প্রাচীন মন্দির ও নগরীর তালাইমারী এলাকার প্রাচীন একটি গ্রন্থাগার সংস্কার, ফুটপাত নির্মাণ ও জলাধার নির্মাণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফজলে হোসেন বাদশা এমপি, ইআরডি’র যুগ্ম সচিব কমলেশ কুমার দাশ, সহকারী হাই কমিশনার অভিজিত চট্টোপাধ্যায়।
সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর উপলক্ষে ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলাকে নগরভবন সম্মেলন কক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিক সম্বর্ধনা প্রদান করা হয়। রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম এমপি, বিশেষ অতিথি ছিলেন ফজলে হোসেন বাদশা এমপি। বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনীর হোসেন ও রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলাকে নগরীর চাবি উপহার হিসেবে তুলে দেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, রাসিকের কাউন্সিলর ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে অতিথিবৃন্দ নগরভবনে এসে পৌঁছলে তাঁদের নৃত্যের তালে তালে অভ্যর্থনা জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নগরী

১৭ ফেব্রুয়ারি, ২০২৩
২২ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ