Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নার গোলে জয় লাল-সবুজদের

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) ব্যবস্থাপনায় দু’দিন ব্যাপী জে-গ্রিন সাকাই ফুটবল উৎসবের প্রথম দিনটি সাফল্য-ব্যর্থতায় কেটেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ কিশোরী দলের। গতকাল ওসাকায় অনুষ্ঠিত তিনটি ম্যাচের মধ্যে একটি করে জয়, ড্র ও হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে কৃষ্ণা রাণী বাহিনী জে গ্রিন সাকাই একাডেমীর বিপক্ষে গোলশূণ্য ড্র করলেও কেরেজো ওসাকা সাকাই মেয়েদের কছে পরের ম্যাচে ০-২ গোলে হেরে যায়। তবে তৃতীয় ম্যাচে পিছিয়ে পড়েও দলকে জিতিয়ে মাঠ ছাড়নে সিরাত জাহান স্বপ্না। শেষ পর্যন্ত তার দু’গোলের সুবাদে নাগোজা মহিলা দলকে ২-১ গোলে হারায় বাংলাদেশ কিশোরী দল। প্রথমার্ধে জাপানের দলটি ১-০ গোলে এগিয়ে ছিল। ৬৯ ও ৭৭ মিনিটে দুই গোল করে দলকে জয় এনে দেন স্বপ্না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ