Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু কাবাডিতে শুভসূচনা লাল-সবুজদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ১২:০০ এএম

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় শুভসূচনা করেছে লাল-সবুজরা। গতকাল সন্ধ্যায় পল্টন ময়দান সংলগ্ন শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ তিনটি লোনাসহ ৪৬-১৫ পয়েন্টে ইংল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করে। ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশের তুহিন তরফদার। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা তিনটি লোনাসহ ৫৩-২৬ পয়েন্টে হারায় মালয়েশিয়াকে। বিজয়ী দলের আসলাম সাজা ম্যাচসেরার পুরস্কার পান। এর আগে বিকালে একই ভেন্যুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক উন ইয়ং হ্যাক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাইমুর রহমান দূর্জয় এমপি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু কাবাডিতে শুভসূচনা লাল-সবুজদের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ