Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিলা কাবাডিতে লাল-সবুজদের রুপা

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার, গৌহাটি (ভারত) থেকে : গৌহাটি-শিলং এসএ গেমস থেকে গতকাল বাংলাদেশ যে তিনটি রৌপ্যপদক পেয়েছে তার সবগুলোই জিতেছে মেয়েরা। হ্যান্ডবল ও শুটিংয়ে রুপা জয়ের দিন মহিলা কাবাডিতেও রৌপ্য জয় করেছে লাল-সবুজরা। গতকাল জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে মহিলা কাবাডির ফাইনালে বাংলাদেশ স্বাগতিক ভারতের কাছে ১২-৩৬ পয়েন্টে হেরে রুপা জয় করলো। অন্যদিকে বাংলাদেশ পুরুষ দলকে ব্রোঞ্জপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে ফাইনালের মতো লে পাঙ্গার লড়াই হয়েছে চিরপ্রতিদ্ব›িদ্ব ভারত ও পাকিস্তানের মধ্যে। সেখানেও হাড্ডা হাড্ডা লড়াই করে অবশেষে ভারত ৯-৭ পয়েন্টে হারিয়েছে পাকিস্তানকে। এদিকে জানা গেছে, পাকিস্তান ও ভারতের মধ্যকার ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব দেয়া হয়েছিল বাংলাদেশের আবদুল মান্নানকে। কিন্তু পাকিস্তান তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনায় শেষ পর্যন্ত তাকে প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহিলা কাবাডিতে লাল-সবুজদের রুপা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ