Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সলিডারিটি আরচ্যারির পর্দা উঠছে আজ

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১:১৩ এএম

স্পোর্টস রিপোর্টার : ১৭ দেশের অংশগ্রহণে আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে পর্দা উঠছে আইএসএসএফ আন্তর্জাতিক সলিডারিটি আরচ্যারি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের। সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এ সময় বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি হারুনুর রশিদ, মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল ডাইরেক্টর খালিদ বিন আল শায়েখ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চ্যাম্পিয়নশীপের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো: মইনুল ইসলাম। আন্তর্জাতিক সলিডারিটি আরচ্যারিতে অংশ নিতে যাওয়া ১৬টি বিদেশী দল এখন ঢাকায়। প্রস্তুত বাংলাদেশও। চার দিনব্যাপী আসরে অংশগ্রহণকারী দেশগুলো হলো- মালয়োশিয়া, আাজারবাইজনা, পাকিস্তান, ইরাক , ইরান, উগান্ডা, সৌদী, সুদান, সিরিয়া, ইয়েমেন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, মরোক্কো, নেপাল, ভুটান ও স্বাগতিক বাংলাদেশ। ভারত ও শ্রীলঙ্কাকে খেলার আমন্ত্রণ জানানো হলেও তারা আসতে পারছে না বলে জানিয়েছে আয়োজকদের। প্রতিযোগিতার তিন ইভেন্টে নয়টি স্বর্ণপদকের পদকের জন্য লড়বেন শতাধিক আরচ্যার। স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য অন্তত তিন স্বর্ণপদক জয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ

৭ মার্চ, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ