Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সচেতনতাই পারে জরায়ু মুখের ক্যান্সারে মৃত্যুর হার কমাতে

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, সামাজিক ও ধর্মীয় গোঁড়ামি থেকে বের হয়ে নারীসহ পরিবারের সবাইকে জরায়ু মুখের ক্যান্সারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে। লজ্জাবোধ ও গোপনীয়তা জরায়ু মুখের ক্যান্সারকে শেষপর্যায়ে নিয়ে যায়। তাই প্রতিটি নারীকে তার শরীর ও স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি উদ্যোগী ও সচেতন হতে হবে। জরায়ু ক্যান্সার সম্পর্কে অজ্ঞতার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এ রোগটি শেষ পর্যায়ে এসে ধরা পড়ে। তাই প্রতিটি নারীকে জরায়ুর বিষয়ে কোনোরকম সমস্যা দেখা দিলে যতো তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের সরণাপন্ন হওয়া উচিত। এরকম সচেতনতা আমাদের দেশে জরায়ু মুখের ক্যান্সারের কারণে মৃত্যুর হার কমিয়ে আনতে পারে।

গতকাল কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব তথ্য তুলে ধরেন। আলোচনার আগে ‘জরায়ু মুখের ক্যান্সারে থাকলে ভয়, বাল্যবিবাহ আর নয়। ৩০ বছর বয়স হলে ভায়া করতে আসুন চলে’ এ সেøাগানকে সামনে রেখে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, কুমেক হাসপাতালের পরিচালক, সেবা তত্ত¡াবধায়সহ ডিপ্লোমা নার্সিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা র‌্যালি করেন। র‌্যালি শেষে কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রোকেয়া বেগমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: স্বপন কুমার অধিকারী। নার্সিং ইনস্ট্রাক্টর মো: মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের সেবা তত্ত¡াবধায়ক রওশন আক্তার, সিনিয়র নার্সিং ইনস্ট্রাক্টর মো: মোবারক হোসেন, নার্সিং ইনস্ট্রাক্টর ফেরদৌসী আক্তার প্রমুখ। এ রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার-প্রতিরোধ এবং যথাযথ চিকিৎসা গ্রহণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নার্সিং ইনস্ট্রাক্টর সেলিনা আক্তার ও বিউটি আক্তার যৌথভাবে এ বিষয়ে সায়েন্টিফিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সচেতন

৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ