Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাম্পাসে ক্যাম্পাসে এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: স্থানীয় ও আন্তর্জাতিক গানের সবচেয়ে বড় ডিজিটাল লাইব্রেরী এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যাপটি শিক্ষার্থীদের মাঝে পরিচিত করে তুলতে দেশজুড়ে ১০টি বিশ্ববিদ্যালয়ে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে আগামী ফেব্রæয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় ১০টি বিশ্ববিদ্যালয় নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে, যে বিশ্ববিদ্যালয় যত বেশি অ্যাপ ডাউনলোড করবে সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অবস্থান নির্ধারিত হবে। এরপর ক্যাম্পেইনে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ক্যাম্পাসে কনসার্ট আয়োজনের জন্য প্রতিযোগিতা করবে। ক্যাম্পেইন শেষে মিউজিক অ্যাপ ব্যবহারের সংখ্যার ভিত্তিতে শীর্ষ চারটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে এয়ারটেল-ইয়ন্ডার কনসার্ট। ক্যাম্পাস পরিদর্শনের সময় এয়ারটেল-ইয়ন্ডার টিম শিক্ষার্থীদের সামনে মিউজিক অ্যাপটির বিভিন্ন ফিচার উপস্থাপন করবেন। ক্যাম্পেইন চলাকালে এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যাপ ব্যবহারের উপর ভিত্তি করে বিনামূল্যে ক্রিপসি ক্রিমারির ডিসকাউন্ট কুপন পাবেন শিক্ষার্থীরা। এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যাপে গান শুনতে কোন বাড়তি চার্জ প্রদান করতে হবে না। এয়ারটেল ইন্টারনেট প্যাক ব্যবহারকারী যে কোন গ্রাহক অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের মাধ্যমে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ