Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাপ্পার সুর-সংগীত-নির্দেশনায় আঁখির মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১১:২৮ এএম

বাপ্পা মজুমদার ও আঁখি আলমগীর, দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য সংগীতশিল্পী। বাপ্পা মজুমদার গান গাওয়ার পাশাপাশি গানের সুর ও সংগীত পরিচালনাও করেন। এবার আঁখি আলমগীরের জন্য নতুন একটি গান তৈরি করে সেই গানের মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন বাপ্পা মজুমদার নিজেই। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে বলে জানালেন বাপ্পা মজুমদার।

তিনি বলেন, ‘দারুণ গেয়েছে আঁখি, একদমই অন্যরকম। আমি ভীষণ খুশি তার পারফরম্যান্সে। মূলত আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্যই গানটি করা হয়েছে। তাই নিজেই চেষ্টা করেছি যত্ন নিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করতে।'

আঁখি আলমগীর বলেন, ‘এর আগেও বাপ্পাদার সুরে গান গেয়েছি। কেন এত ভয় সুন্দর একটি গান। মিউজিক ভিডিওটি খুব চমৎকার হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকের শুনতেও খুব ভালো লাগবে। আমি সত্যিই ভীষণ আশাবাদী গানটি নিয়ে।’

জানা গেছে, গানটির শিরোনাম ‘কেন এতো ভয়’। এর কথা লিখেছেন মারুফ হাসান। সুর সংগীত করেছেন বাপ্পা মজুমদার। গানটি বাপ্পার 'বিউটিফুল ভয়েসেস সিজন ওয়ান' অ্যালবামের জন্য করা হয়েছে। আগামী ৭ এপ্রিল ‘বাপ্পা মজুমদার’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

এদিকে সম্প্রতি আঁখি আলমগীর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শোতে পারফর্ম করে শ্রোতা-দর্শককে মুগ্ধ করেছেন। আর বাপ্পা মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেলে সর্বশেষ গত ২৮ মার্চ কোনালের গাওয়া ‘বসন্ত চলে যায়’ গানটি প্রকাশিত হয়। গানটি লিখেছেন শাহান কাবন্ধ, সুর-সংগীত করেছেন বাপ্পা মজুমদার। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সিয়াম।



 

Show all comments
  • jack ali ৪ এপ্রিল, ২০২২, ২:২৩ পিএম says : 0
    মুসলিম বলে পরিচয় দেয় বেপর্দা দাড়ি কাটা আবার গান-বাজনা করে আল্লাহ গুলো সব হারাম করেছে আল্লাহ আমাদেরকে ফালতু কাজ এই দুনিয়াতে পাঠায় নাই আল্লাহর আইন কাঁটায় কাঁটায় মেনে চলতে হবে না চললে পরিবার ধ্বংস সমাজ ধ্বংস দেশ ধ্বংস আজকে তাই হয়ে গেছে এই ইবলিশ সরকারের জন্য
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক ভিডিও


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ