Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদ শপিং নিয়ে ইত্যাদির মিউজিক্যাল ড্রামা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১২:০৭ এএম

ঈদ ইত্যাদির বিভিন্ন মজার পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। প্রায় প্রতি ঈদেই ভিন্ন ভিন্ন বিষয়ের উপর ইত্যাদিতে পরিবেশিত হয় এই মিউজিক্যাল ড্রামা। পরিবেশনার বৈচিত্র্যে বিষয়গুলি হয়ে উঠে উপভোগ্য। এবার সুরে সুরে গানের গল্পে চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী তারিনের অভিনয়ের মাধ্যমে উঠে এসেছে এক দম্পতির তিন সময়ের ঈদের কথা। বিয়ের পরে নব দম্পতির ঈদ উদযাপন, সন্তান হওয়ার পর ঈদ উদযাপন এবং বৃদ্ধ অবস্থায় ঈদ উদযাপনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে গানটিতে। পারিবারিক বন্ধন নিয়ে চিত্রায়িত গল্পভিত্তিক এই গানটির একটি বিশেষত্ব হলো এই গানে টিভি পর্দায় দর্শকরা প্রথমবারের মত তারিন ও ফেরদৌসকে তিনটি ভিন্ন রূপে দেখতে পাবেন। করোনাকালে আমাদের মানসিক চাপ বেড়েছিলো এবং আমাদের স্বভাবেও যথেষ্ট প্রভাব ফেলেছিলো। সেই বিষয়টি আরেকটি পর্বে চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন এক দম্পতির ভূমিকায় সুরে সুরে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন। এই পর্বটিতে উঠে এসেছে অনেকগুলো সমসাময়িক সচেতনতামূলক বিষয়। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড। ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ শপিং নিয়ে ইত্যাদির মিউজিক্যাল ড্রামা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ