বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহৃত এসএসসির ছাত্রী কিশোরগঞ্জ থেকে উদ্ধার হয়েছে। গত সোমবার রাতে কিশোরগঞ্জ সদর থানার বৈল্লার গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এক সপ্তাহ আগে ১৮ জানুয়ারী সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দাপা ইদ্রাকপুরের চন্দ্রবাড়ী এলাকায় অপহৃত হয় ওই ছাত্রী। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
ফতুল্লা থানার এসআই নাহিদ হাসান সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত ছাত্রীর বাসার পার্শ্বে চায়ের দোকানী মো. সিদ্দিকের ছেলে মোহাম্মদ আলী বোনের বাড়ি কিশোরগঞ্জ থেকে ছাত্রীকে উদ্ধার করা হয়। তাকে ডাক্তারী পরীক্ষা শেষে ছাত্রীর বাবা শম্ভু মল্লিকের জিম্মায় দেয়া হয়েছে।
এ ঘটনায় আটক করা হয়েছে মৃত ফজর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৫৬), তার বড় ছেলে মোহাম্মদ আলী হোসেন (১৯), ছোট ছেলে নবী হোসেন (১৮) ও হাশেম আলীর ছেলে পাভেল (২২)। অপহৃত ছাত্রীর বাবা শম্ভু মল্লিক জানান, তার মেয়ে ফতুল্লা পাইলট স্কুলের এসএসসি পরীক্ষার্থী। গত বুধবার সকাল আটটায় প্রাইভেট পড়তে বাসা থেকে বের হলে তাকে অপহরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।