বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফতুল্লায় অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার সাড়ে ১১টায় ফতুল্লার বাস স্ট্যান্ড সংলগ্ন ডিআইটি মাঠ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রতক্ষ্যদর্শীরা জানায়, বেলা সাড়ে এগারোটার দিকে বিকট একটি শব্দ হয়। এর পরপর ডিআইটি মাঠে অবস্থিত পেয়ার চৌধুরীর মালিকানাধীন পুরান কাপড়ের গোডাউন ও নজরুলের লেপ তোষক তৈরির দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে, পরে বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলম হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।