Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় একমাসে ৮ অপমৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

ফতুল্লা মডেল থানা এলাকায় মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারির মাসে বিভিন্ন অপরাধে থানায় মোট ৫৬টি মামলা রুজু হয়েছে। ফতুল্লা থানার আইনশৃঙ্খলা পূর্বের তুলনায় ভালো এমনটাই দাবি করছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশ জানাযায়, নতুন বছরের প্রথম মাসে ৩১ দিনে ফতুল্লা মডেল থানায় বিভিন্ন অপরাধে ৫৬টি মামলা রুজু হয়েছে। মামলার পরিসংখ্যানে হত্যা মামলা ৩টি, চুরি ৩টি মামলা, ধর্ষণ মামলা ২টি, নারী নির্যাতন যৌতুকসহ ৯টি মামলা, পুলিশ আক্রান্ত মামলা ১টি, আরো ২৫ মামলা, মাদক মামলা ১৩ দায়ের করা হয়েছে। এর মধ্যে মাদকের ১৩টি মামলার মধ্যে র‌্যাব-১১ কর্তৃক ১টি মামলা রয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃর্ক ৯টি মামলা, জেলা গোয়েন্দা (ডিবি) মামলা ২টি। এছাড়া ফতুল্লা মডেল থানা পুলিশের দায়ের করা মাদকের ২টি মামলা রুজু হয়েছে এদিকে, ফতুল্লা মডেল থানা পুলিশ জানুয়ারি মাসে জিআর ওয়ারেন্ট তামিল করেছে ৩৬টি, সিআর ওয়ারেন্ট তামিল করেছেন ৪৪টি এবং সাজা প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছেন ৩টি। ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে ৮টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফতুল্লায় একমাসে ৮ অপমৃত্যু

৮ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ