গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর এনায়েতবাজার মহিলা কলেজকে সরকারিকরণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে কলেজের ছাত্রীরা। গতকাল (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের কাছে স্মারকলিপিটি প্রদান করেন কলেজের ছাত্রী সংগ্রাম পরিষদ।
স্মারকলিপিতে বলা হয়, কলেজটি বেসরকারি হওয়ায় ছাত্রীদের প্রতিবছর মোটা অংকের টাকা দিতে হচ্ছে। অনেক ছাত্রী শিক্ষাখরচ দিতে না পেরে লেখাপড়া বন্ধ করে দিয়েছে। এ কলেজটিকে যদি সরকারিকরণ করা হয়, তাহলে অনেক ছাত্রী লেখাপড়া চালিয়ে যেতে পারবে। জেলা প্রশাসকের মাধ্যমে এনায়েতবাজার মহিলা কলেজকে সরকারিকরণে শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন জানানো হয়েছে।
জেলা প্রশাসন কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে কলেজের ৩ শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।