Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে গানবাজনা বন্ধে স্মারকলিপি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ৩:৪৩ পিএম

হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে গানবাজনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে জেলা প্রশাসক, সিলেট বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার (১ লা জানুয়ারী) বেলা ২টায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহের

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় বসবাসরত বাংলাদেশী নাগরিকদের মধ্যে আধ্যাত্বিক নগরী হিসেবে সিলেট সবার কাছে পরিচিত। যেখানে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) সহ অসংখ্য ওলি আউলিয়া শায়িত আছেন। নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) এর মাজারসহ চতুর্দিকে লক্ষ লক্ষ মুসলমানদের কবরস্থান রয়েছে। যেখানে প্রতিদিন অনেকের দাফন করা হয়। সেখানে সিলেট মহানগরী ও সিলেট বিভাগসহ বাংলাদেশের অসংখ্য সুনামধন্য ব্যক্তিদেরও কবর রয়েছে। কবরকে স্মরণ করে প্রতিদিন অসংখ্য জনসাধারণ জিয়ারত করতে আসেন। কিন্তু দুঃখজনক হলে সত্যি যে, প্রায়শই মাজারের পাশে গান বাজনার আয়োজন করা হয়। যার কারণে জিয়ারতে আসা দর্শনার্থীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তাদের এই আচরণ দর্শনার্থীদের মর্মাহত করে তুলে। হযরত শাহজালাল (রহ.) ও অসংখ্য কবরবাসীর পাশে গানবাজনার বিষয়টি কবরবাসী আত্বীয় স্বজনদের অসম্ভব কষ্টের মধ্যে ফেলে দেয়। মাজার প্রাঙ্গণ/কবরকে কেন্দ্র করে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত, জিকির, মিলাদ ও দোয়া মাহফিল হবে। কবরের পাশে কোন ধরনের গানবাজনার প্রয়োজন আছে বলে মনে হয় না। দিন ও রাতের যেকোন সময় কবর বাসীর আত্বীয় স্বজনরা নিভৃতে এসে জিয়ারত করেন। বাঁধ সাধে কবরের পাশে গানবাজনা, কবরের পাশের গানবাজনা বন্ধে আপনার সু-দৃষ্টি কামনা করছি। হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণের গানবাজনা বন্ধে আপনার যথাবিহীত কার্যকর পদক্ষেপ গ্রহনের সবিনয় অনুরোধ করছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্মারকলিপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ